ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিফার ভাবনায় ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ আলভারেজের হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয়ে ফিরল অ্যাতলেতিকো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে আপত্তি মানববন্ধনে শিক্ষকরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক আহমদ রফিক ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি, জামায়াত ৩৩ দশমিক ৫ শতাংশ : জরিপ সারাদেশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা বড় হচ্ছে ফায়ার ফাইটারদের মৃত্যুর মিছিল রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা -প্রেস সচিব প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন নভেম্বরে আ’লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেফতার ২৪৪ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায় দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে ৩ মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্তনাদ

ভেবেছিলাম,বাবা ফিরে আসবেন আমরা বাবাকে ছুঁয়ে দেখব

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:৩১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:৩১:০০ অপরাহ্ন
ভেবেছিলাম,বাবা ফিরে আসবেন আমরা বাবাকে ছুঁয়ে দেখব
বিগত শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলছেন, আর কত কান্না করলে, আর কত দিন স্বজনের ছবি বুকে নিয়ে ঘুরলে গুম-খুনের বিচার পাব। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়নাঘর পরিদর্শনের সুযোগ না দেয়ারও সমালোচনা করেন তারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে নির্যাতনের বিচার, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিয়ে আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা এ কথা বলেন। মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (এইচআরডিসি), মায়ের ডাক ফাউন্ডেশন ও এসডব্লিউএবিএর পক্ষ থেকে নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস পালনে এ সভার আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনীতিবিদ, গবেষক, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেলিন। ২০১৩ সালের ডিসেম্বরে শাহবাগ থেকে তুলে নেয়া হয় তৎকালীন বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনকে। অনুষ্ঠানে এসেছিল তার ১২ বছর বয়সী মেয়ে আদিবা ইসলাম হৃদি। সে বলে, ৫ আগস্টের পর ভেবেছিলাম, আমার বাবা ফিরে আসবেন। আমি বাবাকে ছুঁয়ে দেখব। কিন্তু ১০ মাস হয়ে গেলেও বাবা ফিরে এলেন না। বাবা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটাও জানতে পারলাম না। আদিবা ইসলাম বলেন, একটা দল করার কারণে আমার বাবাকে গুম করা হয়েছে। আমি এর বিচার চাই। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গুমের শিকার পরিবারগুলোর বড় ভূমিকা ছিল। বিএনপি ক্ষমতায় গেলে আর কোনো পরিবার যেন এমন অন্যায়ের শিকার না হয়, আর কখনো যেন আয়নাঘর না হয়, সে জন্য যা করার, করা হবে। গত ১৭ বছরে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে যতগুলো গুম-খুন, অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে, সেসব ঘটনার বিচার দাবি করেন বিএনপির মানবাধিকার কমিটির সদস্য ফারজানা শারমিন। তিনি বলেন, মানবাধিকার নিয়ে কাজ করার কারণে আওয়ামী লীগ সরকার ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ দিয়ে তাকেও গুমের চেষ্টা করেছিল। আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলেই তারা জানতে চান, আর কত দিন কান্না করলে তারা স্বজন হারানোর বিচার পাবেন। এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে আটকের ঘটনায় ‘মব (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ)’ নিয়ে সমালোচনা হচ্ছে। এটা বেআইনি কাজ। তবে এ দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘মব’ শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১০ হাজার ব্যক্তি বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় নির্যাতনের শিকার প্রতিটি ঘটনার বিচারের দাবি জানান তিনি। স্বজনদের গুম-খুনের বিচার চাইতে গিয়ে নানা হয়রানির শিকার হয়েছেন বলে জানান মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের সত্য ঘটনাগুলো সামনে আনতে দিত না। ভুক্তভোগী পরিবারগুলোকে কোথাও দাঁড়াতে দিত না। অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতা টিকিয়ে রাখতেই এসব গুম-খুনের ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসডব্লিউএবিএর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম, পুলিশের গুমের শিকার সাভারের সাংবাদিক নাজমুল হুদা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ