সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৯১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪২ জন। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৯১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৪২ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৮৩৩ জনকে। এ সময় উদ্ধার করা হয়েছে- পিস্তল তিনটি, একনলা বন্দুক দুটি, দেশীয় তৈরি পাইপ গান চারটি, সবুজ রঙের কার্তুজ একটি, ম্যাগজিন দুটি, গুলি ৬ রাউন্ড, ৩০৩ রাইফেলের গুলি ৭ রাউন্ড, ১২ বোর কার্তুজ ৮ রাউন্ড, চাপাতি দুটি, ধারালো তলোয়ার একটি, লোহার তৈরি সুলফি একটি, লোহার পাইপ একটি, রামদা পাঁচটি এবং চাকু একটি। বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১৮৩৩
- আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:৫২:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:৫২:১৬ অপরাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ