কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নানারকম কর্মসূচির মাধ্যমে কাবাডির উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমাদের জাতীয় খেলা কাবাডিকে বিশ্ব পরিসরে মেলে ধরছি। ঢাকাতে আলাদা একটা কাবাডি কমপ্লেক্স করার চেষ্টা চলছে। ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব দিয়েছি। গতকাল সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২৬ মে থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। চলবে ৩ জুন পর্যন্ত। এ টুর্নামেন্টে এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের ১২টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। কাবাডির জমজমাট এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল সোমবার সংবাদ সম্মেলন হয়। সেখানে আয়োজকরা শিরোপা ধরে রাখার চেষ্টার পাশাপাশি কাবাডির প্রসার নিয়ে অনেক আশাবাদী কথা শুনিয়েছেন। এবার বঙ্গবন্ধু কাপে ইউরোপ থেকে পোল্যান্ড, আফ্রিকা থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে সবশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা। এদিকে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, গত এশিয়ান গেমসে আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। কোচ অসুস্থ হয়ে পড়ায় ঠিকমতো দিকনির্দেশনা দিতে পারেননি। আসলে কোচ ও পরামর্শ ছাড়া আমাদের দল খেলেছে। ফলে আমরা এমন সব দলের কাছে হেরেছি যা ছিল অকল্পনীয়। তবে খেলাটা আরও ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। আমাদের এখানে ভারতের মতো সেই বড় মানের বিনিয়োগ নেই। সেখানে সকল বড় তারকার নিজস্ব কাবাডি দল রয়েছে। অন্যদিক আমাদের এখানে তেমনটা নেই। সেজন্য এখানে প্রো-কাবাডির আয়োজন করাটা কঠিন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে এবারও ১২টি দল শুরুতে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার কী করবে? সংবাদ সম্মেলন শেষে অলিম্পিক ভবনের লবিতে দাঁড়িয়ে হাবিবুর রহমান বলেছেন, এবারও আমরা ট্রফি ধরে রাখার চেষ্টা করবো। তবে কঠিন হবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দল রয়েছে। আমরা চাইছি যেন শক্তিশালী টুর্নামেন্ট হয়। আমাদের খেলোয়াড়রা যেন শিখতে পারে। পরেরবার ভারত ও ইরানকেও আমরা আনবো। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা, কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এবং কাবাডি ফেডারেশনের সহ সভাপতি হাফিজুর রহমান খান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কাবাডিকে বিশ্ব পরিসরে মেলে ধরছি : আইজিপি
- আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৪:৪৪:৫২ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ