ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

ব্রডওয়ে নাটকে অভিনয় করতে চাই : জেনিফার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৩০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৩০:২৫ অপরাহ্ন
ব্রডওয়ে নাটকে অভিনয় করতে চাই : জেনিফার
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক, প্রযোজক এবং ব্যবসায়ী। তিনি আমেরিকার বিখ্যাত টিভি ধারাবাহিকে ‘ফ্রেন্ডস’ এর রেচেল চেল গ্রিন চরিত্রে অভিনয় করার জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। এই চরিত্রটির জন্য তিনি এমি, গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। কিন্তু এই চেনা অ্যানিস্টন এবার নিজেকে আবিষ্কার করতে চাইছেন ব্রডওয়ের মঞ্চে। সম্প্রতি ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তাঁর দীর্ঘদিনের লালিত এক স্বপ্নের কথা। ৫৬ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী বলেন, ‘আমি অবশ্যই একটি ব্রডওয়ে নাটকে অভিনয় করতে চাই। এটা আমার ‘বাকেট লিস্টে’ রয়েছে। ব্রডওয়ের মঞ্চে অভিনয় জেনিফারের শুধু ইচ্ছাই নয়, বাস্তবায়নের জন্য খুঁজছেন সঠিক সময় আর উপযুক্ত গল্প। তিনি বলেন, ‘আমি এটা করতে চাই, করতেই হবে। শুধু একটু সময় দরকার। আর প্রয়োজন সঠিক গল্প।’ জানা গেছে, জেনিফারের এই ব্রডওয়ে-প্রেম আসলে একেবারে নতুন নয়। বহু আগে, ক্যারিয়ারের শুরুর দিকে, তিনি অভিনয় করেছিলেন অফ-ব্রডওয়ের মঞ্চে। তারপর টেলিভিশন সিরিজ, সিনেমা, আন্তর্জাতিক খ্যাতি- সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন গ্ল্যামার ও প্রতিভার প্রতীক। তবুও সেই পুরোনো প্রেম, ব্রডওয়ের প্রতি টান আজও রয়ে গেছে তাঁর হৃদয়ে। জেনিফারের অভিনয় জীবনের যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে ‘লেপ্রেকন’ নামে একটি হরর কমেডি সিনেমা দিয়ে। এরপর ‘উই আর দ্য মিলার্স’, ‘মার্ডার মিস্ট্রি’ থেকে শুরু করে অ্যাপল টিভি প্লাসের আলোচিত সিরিজ ‘দ্য মর্নিং শো’ প্রতিটি কাজেই তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছেন নতুনভাবে। আগামী সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’র চতুর্থ সিজন মুক্তি পাবে। এই সময়টাতে জেনিফারের জীবন কেবল কর্মজীবনের ব্যস্ততায় সীমা নেই। তিনি বলেন, ‘যদি সারাক্ষণ কাজ করি, তাহলে জীবনের অন্য অভিজ্ঞতাগুলো কীভাবে আসবে? আমার এখন দরকার, একদিন পুরো ফাঁকা সূচি-যেখানে কিছুই করতে হবে না। সেই দিনটা ধীরে ধীরে নিজেই গড়ে উঠবে।’ এই ব্যস্ততার মধ্যেই পুরোনো সম্পর্কের গল্পও ঘুরে ফিরে আসছে। অনেক আগে, ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কের আগেই, জেনিফার প্রেমে পড়েছিলেন ড্যানিয়েল ম্যাকডোনাল্ড নামে এক মঞ্চ অভিনেতার। ব্রডওয়েতে অভিনয়ের স্বপ্ন ছিল তাদের দু’জনেরই। কিন্তু ‘ফ্রেন্ডস’ সিরিজে র্যারচেল চরিত্র পেয়ে সেই স্বপ্ন থেকে সরে যেতে হয় জেনিফারকে। আজ এত বছর পর সেই থিয়েটারের প্রতি ভালোবাসা আবারও মাথা তুলে দাঁড়িয়েছে জেনিফারের মনে। তিনি বলেছেন, ‘আমি জানি এখনই সময়। হয়তো একটু সময় নিতে হবে, হয়তো একটু থামতে হবে- কিন্তু আমি ব্রডওয়েতে যাবই।’ হয়তো জেনিফারের এই প্রত্যাবর্তন হবে শুধু একটি মঞ্চে পা রাখা নয়- একজন শিল্পীর নিজের শেকড়ে ফেরা, নিজের প্রথম ভালোবাসার কাছে ফিরে যাওয়া। আর আমরাও অপেক্ষায় থাকব- র্যা চেল গ্রিন নয়; বরং থিয়েটারের এক নতুন নায়িকা হয়ে কবে জেনিফার অ্যানিস্টন তালি কুড়াবেন সেই মঞ্চের আলোয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স