ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ গ্রহণ করলেও দায়ী নয় বলছে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ বড় বড় অনুষ্ঠানে নারীদের যথাযথ জায়গা দেওয়া হয় না-প্রাণিসম্পদ উপদেষ্টা দেশের রাজনীতিতে পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে-আলী রীয়াজ বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের আন্দোলন ঠেকিয়েও সমালোচিত সরকার শ্রম আইন সংশোধনসহ পোশাক শ্রমিক সংহতির ১১ দাবি তুহিনকে এভাবে হত্যা করবে এটা ভাবতেও পারছি না-নিহত সাংবাদিকের বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০ জন নির্বাচনই সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ-সাকি প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেড, বেতন বাড়বে কর্মকর্তাদেরও ন্যায্য ও বাসযোগ্য শহর গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে-ডিএনসিসি প্রশাসক ভোটার হওয়ার জন্য অর্ধলক্ষ প্রবাসীর আবেদন শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত হানিট্র্যাপের ঘটনা ভিডিও করাই কাল হয়েছে সাংবাদিক তুহিনের শেখ হাসিনাসহ ৫৭ জনের বিচার চলতি বছরেই যশোরে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক আ’লীগ ও ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা প্রয়োজনÑ গয়েশ্বর গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসা গ্রেফতার ১

রাজধানীতে পৃথক ঘটনায় ৩ খুন

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১১:২৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১১:২৫:২৮ পূর্বাহ্ন
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ খুন
রাজধানীতে পৃথক ঘটনায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন হয়, খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত হয় এবং বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত হয়। জানা যায়, রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মো. রকি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাদবরবাজার সংলগ্ন ওয়ালটন গলিতে এই হত্যাকাণ্ড ঘটে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, রাত ১২টার দিকে রকি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ৫–৬ জন ব্যক্তি, যাদের মধ্যে পলাশ, আবুবক্কর ও স্থানীয় একজন মেম্বার তাকে ঘিরে ফেলে। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা রকিকে মারধর করে এবং বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রকিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। রুবেল আরও জানান, নিহত রকি দিনমজুর প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় অসহায়দের পাশে দাঁড়াতেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। দিনেই এ নিয়ে একবার অভিযুক্তদের বকাঝকা করেন রকি। সম্ভবত তারই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে, রাজধানীর খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাগর (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে খিলগাঁওয়ের নগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগরকে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খিলগাঁও থানা এ বিষয়ে অবগত রয়েছে। নিহতের মামাতো ভাই রাজিম ও প্রতিবেশী দেলোয়ার জানান, আলিমউদ্দিন নামের এক ব্যক্তি তার নিজ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। তবে পাশের এলাকার কিছু লোক ওই জমির একাংশ রাস্তার জন্য ছেড়ে দিতে বলেন। তারা নিজেরা জমি না ছাড়লেও নির্মাণে বাধা দেন। রাতে হঠাৎ একদল লোক প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসে প্রাচীর ভাঙচুর শুরু করে। আলিমউদ্দিনের স্ত্রী বাধা দিলে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। পরে তারা চিৎকার করলে আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। এ সময় সাগরসহ আরও কয়েকজন হামলার শিকার হন। আহত সাগরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁও নগদারপাড় এলাকার বাসিন্দা, মৃত আমির আলীর ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে সাগর ছিল দ্বিতীয়। এদিকে, রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিফাত স্থানীয় জান্নাত একাডেমি থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি পল্লবীর বেনারসি পল্লী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। রিফাতের বাবা মো. শাহিন জানান, এক বান্ধবীকে কেন্দ্র করে গত রোববার রাতে তার ছেলে ও বন্ধু আসিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ রিফাতকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পল্লবী থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ