ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পল্লবী থানা হেফাজতে মৃত্যু এসআই জাহিদসহ ৩ জনের আপিলের রায় আজ নির্বাচনে অংশ নেয়ায় ক্ষমা চাইলেন জাপা মহাসচিব পুলিশ কিন্তু এখনও ট্রমাটাইজ-জিএমপি কমিশনার জড়িত থাকার কথা স্বীকার করেছে সেই স্বাধীন- র‌্যাব গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার আরও ২ নগরবাসীর দুঃখ নিত্য যানজট নির্বাচনকে দৃষ্টান্তে পরিণত করতে কাজ করছে পুলিশ-ডিএমপি কমিশনার লুটেরাদের লুটে খাওয়ার জন্য বিপ্লব হয়নি- মঈন খান তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী-মির্জা ফখরুল পার্বত্য অঞ্চলকে নতুন করে সাজানোর বৈশ্বিক পরিকল্পনায় উদ্বেগ সালাহউদ্দিন আহমদের এক বছরে দেশে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি : আনু মুহাম্মদ টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ থেকে নিখোঁজ ক্রিকেটারের লাশ কুশিয়ারা নদী থেকে উদ্ধার রাজধানীর সবুজবাগে ৩ ছিনতাইকারী আটক মহাখালীতে প্রাইভেটকারে আগুন নিহত ২ মেট্রোরেলকে ঘিরে ব্যাটারিচালিত অটো রিকশার বিশাল সিন্ডিকেট জুলাই সনদের আইনিভিত্তি সুরাহা করতে হবে -এবি পার্টি জোয়ারের পানিতে দিনে দু‘বার ভাসছে মোরেলগঞ্জ পৌর শহর হলে ‘প্রকাশ্য ও গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন আন্দোলনের মুখে ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

রাজধানীতে পৃথক ঘটনায় ৩ খুন

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১১:২৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১১:২৫:২৮ পূর্বাহ্ন
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ খুন
রাজধানীতে পৃথক ঘটনায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন হয়, খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত হয় এবং বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত হয়। জানা যায়, রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মো. রকি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাদবরবাজার সংলগ্ন ওয়ালটন গলিতে এই হত্যাকাণ্ড ঘটে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, রাত ১২টার দিকে রকি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ৫–৬ জন ব্যক্তি, যাদের মধ্যে পলাশ, আবুবক্কর ও স্থানীয় একজন মেম্বার তাকে ঘিরে ফেলে। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা রকিকে মারধর করে এবং বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রকিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। রুবেল আরও জানান, নিহত রকি দিনমজুর প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় অসহায়দের পাশে দাঁড়াতেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। দিনেই এ নিয়ে একবার অভিযুক্তদের বকাঝকা করেন রকি। সম্ভবত তারই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে, রাজধানীর খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাগর (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে খিলগাঁওয়ের নগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগরকে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খিলগাঁও থানা এ বিষয়ে অবগত রয়েছে। নিহতের মামাতো ভাই রাজিম ও প্রতিবেশী দেলোয়ার জানান, আলিমউদ্দিন নামের এক ব্যক্তি তার নিজ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। তবে পাশের এলাকার কিছু লোক ওই জমির একাংশ রাস্তার জন্য ছেড়ে দিতে বলেন। তারা নিজেরা জমি না ছাড়লেও নির্মাণে বাধা দেন। রাতে হঠাৎ একদল লোক প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসে প্রাচীর ভাঙচুর শুরু করে। আলিমউদ্দিনের স্ত্রী বাধা দিলে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। পরে তারা চিৎকার করলে আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। এ সময় সাগরসহ আরও কয়েকজন হামলার শিকার হন। আহত সাগরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁও নগদারপাড় এলাকার বাসিন্দা, মৃত আমির আলীর ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে সাগর ছিল দ্বিতীয়। এদিকে, রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিফাত স্থানীয় জান্নাত একাডেমি থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি পল্লবীর বেনারসি পল্লী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। রিফাতের বাবা মো. শাহিন জানান, এক বান্ধবীকে কেন্দ্র করে গত রোববার রাতে তার ছেলে ও বন্ধু আসিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ রিফাতকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পল্লবী থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স