ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল

১০ জন নিয়েই দাপুটে জয় পেলো রিয়াল

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৭:৩৫ অপরাহ্ন
১০ জন নিয়েই দাপুটে জয় পেলো রিয়াল
ম্যাচের তখন মাত্র সপ্তম মিনিট চলে। পচুকার সালোমন রনডন একা পেয়ে গিয়েছিলেন রিয়াল গোলরক্ষককে। কিন্তু বক্সের মধ্যে ঢ়ুকতে যাবেন, এমন সময়ে পেছন থেকে এসে তার গায়ে টেনে ধরেন রাউল আসেনসিও। স্পষ্ট গোলের সুযোগ নষ্ট হওয়ায় রেফারি দৌড়ে এসে লাল কার্ড দেখান রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডারকে। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। বাকি সময় একজন কম নিয়েই লড়তে হয়েছে লা লিগার ক্লাবটিকে। যদিও সেই কঠিন পরিস্থিতি দারুণভাবে উৎড়ে গেছে জাভি আলোনসের দল। জুড বেলিংহাম ও আর্দা গুলেরের প্রথমার্ধের শেষদিকে করা দুই গোল এবং ফেদেরিকো ভালভার্দের দ্বিতীয়ার্ধের দুর্দান্ত ভলিতে ভর করে পচুকাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। এই জয় রিয়ালের কোচ হিসেবে জাভি আলোনসোর প্রথম জয়, যা আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দলকে আবারও ট্র্যাকে ফেরালো। প্রচণ্ড গরম ছিল পরিবেশ। প্রথমার্ধে প্রায় আধা ঘণ্টা প্রতিপক্ষের চাপের মুখে ছিল রিয়াল। এরপর আস্তে আস্তে ম্যাচে ফিরতে শুরু করে তারা। ৩৫তম মিনিটে গনসালো গার্সিয়ার ফ্লিক থেকে বল পান ফ্রান গার্সিয়া, যিনি বক্সে ঢ়ুকে বেলিংহামকে পাস দেন। ১৫ গজ দূর থেকে নিচু শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। এরপর ৪৩তম মিনিটে আরেকটি দৃষ্টিনন্দন আক্রমণ থেকে গোল করেন তরুণ তুর্কি তারকা আর্দা গুলের। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ফার্স্ট-টাচ ক্রস থেকে বল পান গনসালো গার্সিয়া, যিনি সরাসরি পাস দেন গুলেরকে। গুলের নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করেন। মেক্সিকান ক্লাব পচুকা ম্যাচজুড়েই ছিল আক্রমণাত্মক। তারা ২৫টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল মাত্র ৮টি শট নেয়, ৩টি লক্ষ্যে। তবুও দক্ষতা ও গোলমুখে কার্যকারিতায় এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া ম্যাচে ১০টি সেভ করেন। তবে ৮০তম মিনিটে এলিয়াস মনতিয়েলের একটি শট তার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলপোস্টে ঢ়ুকে পড়ে। তার আগেই অবশ্য (৭০ মিনিটে) দুর্দান্ত ভলিতে রিয়ালকে তিন গোলে এগিয়ে দিয়েছিলেন ভালভার্দে। এই জয়ে ২ ম্যাচে ১ জয়, ১ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ৪। পরবর্তী ম্যাচে ফিলাডেলফিয়ায় আগামী বৃহস্পতিবার সালজবুর্গের বিপক্ষে ড্র বা জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে আলোনসোর দল। অন্যদিকে, পচুকা টানা দুই ম্যাচে হেরে গ্রুপ থেকে ছিটকে পড়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স