ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ গ্রহণ করলেও দায়ী নয় বলছে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ বড় বড় অনুষ্ঠানে নারীদের যথাযথ জায়গা দেওয়া হয় না-প্রাণিসম্পদ উপদেষ্টা দেশের রাজনীতিতে পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে-আলী রীয়াজ বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের আন্দোলন ঠেকিয়েও সমালোচিত সরকার শ্রম আইন সংশোধনসহ পোশাক শ্রমিক সংহতির ১১ দাবি তুহিনকে এভাবে হত্যা করবে এটা ভাবতেও পারছি না-নিহত সাংবাদিকের বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯০ জন নির্বাচনই সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ-সাকি প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেড, বেতন বাড়বে কর্মকর্তাদেরও ন্যায্য ও বাসযোগ্য শহর গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে-ডিএনসিসি প্রশাসক ভোটার হওয়ার জন্য অর্ধলক্ষ প্রবাসীর আবেদন শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত হানিট্র্যাপের ঘটনা ভিডিও করাই কাল হয়েছে সাংবাদিক তুহিনের শেখ হাসিনাসহ ৫৭ জনের বিচার চলতি বছরেই যশোরে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক আ’লীগ ও ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা প্রয়োজনÑ গয়েশ্বর গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসা গ্রেফতার ১

টেস্টের নেতৃত্ব থেকেও সরে যাওয়ার গুঞ্জন শান্তর

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৬:৩৫ অপরাহ্ন
টেস্টের নেতৃত্ব থেকেও সরে যাওয়ার গুঞ্জন শান্তর
টি-টোয়েন্টি আর ওয়ানডেতে তিনি এখন আর অধিনায়ক নন। এবার ‘অভিমানে’ টেস্ট দলের নেতৃত্বও ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন শান্ত। তবে কলম্বোতে দ্বিতীয় টেস্টের পর নাকি পরে তিনি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবেন, সেটা নির্ভর করছে বোর্ডের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর। শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে তার এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি টেস্ট অধিনায়ক হিসেবে আর থাকবেন না। আমি তাকে অনেক দিন ধরে চিনি, এবং যতদূর আমি বুঝতে পারি তার সাথে যা ঘটেছে তাতে তিনি খুশি নন।’ এটা বোঝা যাচ্ছে যে, এক বছরের জন্য টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নাজমুল তার ঘনিষ্ঠদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং তাদের তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। এর আগে একবার তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে শুধু ওয়ানডে আর টেস্টে অধিনায়ক থাকতে রাজি হন তিনি। এর মধ্যে গত ১২ জুন হুট করে শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের। যে প্রক্রিয়ায় শান্তকে সরানো হয়েছে, সেটিতে তার আত্মসম্মানে ঘাঁ লাগারই কথা। বিসিবি ১২ জুন জরুরি জুম সভা ডাকে এবং শান্তর স্থলাভিষিক্ত হিসেবে মিরাজের নাম ঘোষণা করে। শান্তর জন্য এই ঘটনা বেশ বিব্রতকর ছিল। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল গঠনের বিষয়ে জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে বসার পরিকল্পনা করছিলেন তিনি। সবমিলিয়ে অভিমানেই এবার টেস্টের নেতৃত্বও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ