ঢাকা , বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষ মুহূর্তে চলছে দুর্গাপূজার প্রস্তুতি উত্তরায় ফুটপাত থেকে দৈনিক অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা ফরিদপুরে চাঁদা না পেয়ে ১৬ গাড়ি ভাঙচুর, যুবদল নেতা গ্রেফতার চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী টঙ্গীতে মোবাইলের মাধ্যমে হ্যাকাররা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মৌলভীবাজারে শেভরনের গ্যাস পাইপলাইনে আগুন, দগ্ধ ২ ট্রেনিং কার্যক্রমে ড্রাইভিং স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, শিক্ষকদের শাটডাউন অব্যাহত কুষ্টিয়ায় ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ : গ্রেফতার ৩ শুরু ১৭ ডিসেম্বর বইমেলা নিয়ে যা বললেন কবি-লেখকরা মাদক মামলায় জেল খাটছেন আরেকজন, মূল আসামির আত্মসমর্পণে বিপত্তি ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ৬৬৮ রোগী হাজার হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের দাপুটে জয় ৬৪টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে ফিফা! আগামী সোমবার থেকে বিক্রি শুরু হবে বাংলাদেশ-হংকং ম্যাচের টিকেট যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করলো আইসিসি হংকং সিক্সেসে অধিনায়কের দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক শান মাসুদের উপরই ভরসা রাখছে পিসিবি

টেস্টের নেতৃত্ব থেকেও সরে যাওয়ার গুঞ্জন শান্তর

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৬:৩৫ অপরাহ্ন
টেস্টের নেতৃত্ব থেকেও সরে যাওয়ার গুঞ্জন শান্তর
টি-টোয়েন্টি আর ওয়ানডেতে তিনি এখন আর অধিনায়ক নন। এবার ‘অভিমানে’ টেস্ট দলের নেতৃত্বও ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন শান্ত। তবে কলম্বোতে দ্বিতীয় টেস্টের পর নাকি পরে তিনি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবেন, সেটা নির্ভর করছে বোর্ডের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর। শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে তার এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি টেস্ট অধিনায়ক হিসেবে আর থাকবেন না। আমি তাকে অনেক দিন ধরে চিনি, এবং যতদূর আমি বুঝতে পারি তার সাথে যা ঘটেছে তাতে তিনি খুশি নন।’ এটা বোঝা যাচ্ছে যে, এক বছরের জন্য টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নাজমুল তার ঘনিষ্ঠদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং তাদের তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। এর আগে একবার তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে শুধু ওয়ানডে আর টেস্টে অধিনায়ক থাকতে রাজি হন তিনি। এর মধ্যে গত ১২ জুন হুট করে শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের। যে প্রক্রিয়ায় শান্তকে সরানো হয়েছে, সেটিতে তার আত্মসম্মানে ঘাঁ লাগারই কথা। বিসিবি ১২ জুন জরুরি জুম সভা ডাকে এবং শান্তর স্থলাভিষিক্ত হিসেবে মিরাজের নাম ঘোষণা করে। শান্তর জন্য এই ঘটনা বেশ বিব্রতকর ছিল। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল গঠনের বিষয়ে জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে বসার পরিকল্পনা করছিলেন তিনি। সবমিলিয়ে অভিমানেই এবার টেস্টের নেতৃত্বও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ