ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

ওয়ানডে দলে জায়গা না পেয়ে সোহানের আক্ষেপ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৫:৪২ অপরাহ্ন
ওয়ানডে দলে জায়গা না পেয়ে সোহানের আক্ষেপ
নুরুল হাসান সোহান নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। সাদা বলে গত কয়েক বছর নিয়মিত ভালো পারফর্ম করেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। ধারণা করা হয়েছিল, গত দুই বছর ঘরোয়া একমাত্র ৫০ ওভারের ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দ্যুতিময় পারফরম্যান্স অন্তত ভাগ্য বদলাবে সোহানের। দীর্ঘ দিন পর এবার শ্রীলঙ্কা সফরে হয়তো ওয়ানডে স্কোয়াডে ডাক পাবেন এই ৩১ বছর বয়সী মিডলঅর্ডার কাম উইকেটরক্ষক। কিন্তু নাহ, শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ জনের ওয়ানডে দলে জায়গা হয়নি সোহানের। এদিকে সোহান কিপিংয়ে দক্ষতার পাশাপাশি সাহসী ও সংগ্রামী ব্যাটিং করে সবার নজরেই ছিলেন। এই কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে দারুণ খেলেছেন সোহান। চারদিনের ম্যাচ (১০৭) ও ওয়ানডে সিরিজেও শতরান (১১২) করে সোহান দেখিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে তিনি প্রস্তুত। এবারের প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ম্যাচে দুটি শতরান ও সমান অর্ধশতকসহ ৫১২ রান করেছেন সোহান। যেখানে তার গড় ৫৮ ও স্ট্রাইকরেটে ৯৩.৫৪। এছাড়া গতবারের প্রিমিয়ার লিগেও এক সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিসহ করেছিলেন ৪৯৫ রান। গতকাল সোমবার সকালে ঢাকায় দল ঘোষণার কয়েক ঘণ্টা পরই শ্রীলঙ্কাগামী ওয়ানডে দলের প্রথম একদিনের গা গরমের ম্যাচ। তাতে অংশ নিতে চট্টগ্রামে অবস্থান করছেন সোহান। মাঠে নামার আগে চট্টগ্রাম থেকে মুঠোফোনে সে অনুভূতি প্রকাশ করতে গিয়ে দল নির্বাচন নিয়ে কোনোরকম মন্তব্য করেননি সোহান। শুধু বলেছেন, সেটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তারা যেটা মনে করেছেন, সেটাই করেছেন। তা নিয়ে কোনো মন্তব্য নেই। তবে সামগ্রিককভাবে চরম হতাশ সোহান। তাই এক নিশ্বাসে বলেন, ‘আমার জীবনের ব্রতই জাতীয় দলের হয়ে খেলা। সারা বছর জাতীয় দলের হয়ে খেলার জন্যই নিজেকে তৈরির চেষ্টা করি। কী করলে ফিটনেস লেভেলটা ভালো থাকবে, নিজেকে চাঙ্গা ও ফিট রাখতে পারবো ও কেমন পারফর্ম করলে সুযোগ পাওয়া যাবে, সে চিন্তা ও চেষ্টাই থাকে। গত এক বছর নিজের সবটা নিংড়ে দিয়ে চেষ্টা করেছি। বিপিএল, এনসিএল টি-টোয়েন্টি, ঢাকা প্রিমিয়ার লিগ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলতে নেমে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। একটাই আশা ছিল, ভালো করলে জাতীয় দলে জায়গা পাবো। কিন্তু দুর্ভাগ্য, জাতীয় দলে জায়গা পেলাম না। এই জায়গা না পাওয়া নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। দল সাজানো ও ক্রিকেটার নির্বাচন করা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কাজ। তারা যা মনে করেছেন, সেটাই করেছেন। তবে আমি নিজে হতাশ। কষ্ট পেয়েছি।’ সোহানের আক্ষেপের সুরে বলেন, ‘বারবার মনে হয়েছে জাতীয় দল যদি চান্স না পাই, তাহলে খেলে লাভ কী? আমি তো আসলে দেশের হয়ে খেলতে চাই। সেটাই মূল লক্ষ্য। ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে ক্যারিয়ার শেষ করার কোনো ইচ্ছে বা লক্ষ্য নেই। আমি চাই, নিজের মেধা, যোগ্যতা আর সামর্থ্যরে সবটুকু আমার দেশ ও জাতীয় দলকে দেওয়ার। তা যদি না পারি তাহলে খেলে কী লাভ?’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স