ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

যুক্তরাষ্ট্র কি ইরাকের ভুল এবার ইরানে করছে-প্রশ্ন চীনের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৫:১০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৫:১০:৫৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র কি ইরাকের ভুল এবার ইরানে করছে-প্রশ্ন চীনের
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এ নিয়ে চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিজিটিএন বলেছে-‘যুক্তরাষ্ট্র কি ইরাকের ভুল ইরানে পুনরাবৃত্তি করছে?’ চীনসহ বিভিন্ন দেশ এখন সংঘাত প্রশমনের আহ্বান জানাচ্ছে এবং যুদ্ধ নয়, কূটনীতিকে সামনে আনার ওপর জোর দিচ্ছে। একের পর এক দেশ গতকাল রোববার কূটনৈতিক সমাধানের আহ্বান জানাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এই হামলা একদিকে যেমন ইসরায়েল-ইরান যুদ্ধকে আরও বিস্তৃত আকার দেয়ার আশঙ্কা তৈরি করেছে, তেমনি আন্তর্জাতিকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে এটি গোটা অঞ্চলের নিরাপত্তাকে অস্থির করে তুলতে পারে। অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বিস্তারিত প্রতিবেদনে উঠে এসেছে জাতিসংঘ, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছিলেন, তিনি দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের অংশ হবে কি না। কিন্তু বাস্তবে কয়েকদিনের মধ্যেই ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়ে গত শনিবার দিবাগত রাতে ইরানের ওপর হামলা চালায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো এই হামলার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরিষ্কার না হলেও, তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল-যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে তারা পাল্টা জবাব দেবে। এখন প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্রের চাপে নতিস্বীকার করবে, নাকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে মিত্রদের সহযোগিতায় হামলা চালাবে? জাতিসংঘের প্রতিক্রিয়া : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এই হামলায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। সংঘাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে-যা সাধারণ মানুষ, অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।’ তিনি আরও বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হচ্ছে কূটনীতি।’ চীন : চীনা সরকারি মিডিয়া সিজিটিএনের এক মন্তব্যে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র কি আবার ইরাকের ভুল ইরানে পুনরাবৃত্তি করছে?’ প্রতিবেদনে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ ইতিহাসে বহুবার অনাকাক্সিক্ষত পরিণতি এনেছে যেমন দীর্ঘস্থায়ী সংঘাত ও আঞ্চলিক অস্থিরতা।’ তারা একমাত্র টেকসই সমাধান হিসেবে কূটনৈতিক উদ্যোগকেই গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়। নিউজিল্যান্ড : নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, ‘সব পক্ষকে আবার আলোচনায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’ তিনি ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে এটিকে ‘আমি জীবনে মোকাবিলা করা সবচেয়ে গুরুতর সংকট’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আর কোনো উত্তেজনা যেন না বাড়ে, সেটি এখন গুরুত্বপূর্ণ।’ জাপান : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রোববার বিকেলে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বলে এনএইচকে জানিয়েছে। দেশটির জনপ্রিয় দৈনিক ইয়োমিউরি ইরানে হামলার সংবাদে টোকিওতে অতিরিক্ত সংস্করণ বিতরণ শুরু করেছে। দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা জরুরি বৈঠক ডেকেছে, যাতে হামলার নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব এবং দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়া ইতোমধ্যেই তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে কর্মীদের সরিয়ে নিয়েছে। দেশটির এক কর্মকর্তা লিখিত বিবৃতিতে বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন এখন শান্তির সময়। আমরা সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে যাব।’

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স