ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুঁড়িয়ে দিয়েছি-ট্রাম্প

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৫:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৫:০৯:১৬ অপরাহ্ন
আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুঁড়িয়ে দিয়েছি-ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার মাধ্যমে ‘আমরা ইসরায়েলের প্রতি সব হুমকির অবসান ঘটিয়েছি’। তবে তিনি কোথাও উল্লেখ করেননি যে যুক্তরাষ্ট্র নিজেই কোনো তাৎক্ষণিক হুমকির মুখে ছিল কিনা, যা এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বৈধতা দিতে পারত। ওয়াশিংটন থেকে আল-জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেটের মতে, ট্রাম্পের এই অবস্থান তার সমালোচকদের পাশাপাশি অনেক সমর্থকের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালানোর পর ট্রাম্প তার বক্তব্যে যুক্তি দিয়ে বলেন, ‘ইরান হলো মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী-প্রবণ চক্রের কেন্দ্র, যারা ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে চিৎকার করে বেড়ায়।’ কিন্তু কিম্বারলি হালকেট বলেন, ‘এ ধরনের সেøাগান, যতই ঘৃণামূলক হোক, সেটা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক সামরিক হুমকি প্রমাণ করে না।’ ট্রাম্প আরও বলেন, ‘অনেক মানুষ ইরানের ঘৃণার কারণে মারা গেছে’। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি যে, এদের মধ্যে আমেরিকানরা ছিলেন কি না। তিনি জানান, বর্তমানে আর হামলার পরিকল্পনা নেই। তবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান যদি আবার আলোচনার টেবিলে না ফেরে বা পারমাণবিক কর্মসূচি বন্ধে চুক্তি না করে, তাহলে ভবিষ্যতের হামলা হবে আরও বড় এবং আরও সহজ।’ এরপরেই ট্রাম্প তার সবচেয়ে বিতর্কিত বক্তব্যটি দেন। তিনি বলেন, ‘আমরা ইসরায়েলের প্রতি সব হুমকি মুছে দিয়েছি।’ কিন্তু তিনি এটা বলেননি যে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি সরিয়েছি।’ আর এটিই মূলত অনেক আমেরিকান নাগরিকের জন্য উদ্বেগের বিষয়। কারণ তাদের মতে, এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের আরও একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষে টেনে নিয়ে যেতে পারে, যেখানে মার্কিন সেনা এবং অর্থনৈতিক সম্পদ ঝুঁকির মুখে পড়বে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স