অর্থনৈতিক রিপোর্টার
কোনো ধরনের মতামত না নিয়েই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালার খসড়া তৈরি করায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা ডেভেলপারস অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (ডি.ডি-রেগ)। নতুন এ আইনের সংশোধন না হলে সাধারণ নাগরিক, ভূমি মালিক ও ভবন মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে মনে করেন এখাতের ব্যবসায়ীরা। সম্প্রতি সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ডি.ডি-রেগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।
ঢাকা বিভাগের আবাসন ব্যবসায়ীদের সংগঠনটি দাবি করে, একতরফাভাবে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪ এর খসড়া তৈরি করা হয়েছে। কিন্তু আবাসন শিল্পের কোনো স্টেকহোল্ডারদের মতামত নেয়া হয়নি তাতে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata