অর্থনৈতিক রিপোর্টার
খাদ্য, চাষাবাদ, তৈরি পোশাকসহ প্রায় সব ক্ষেত্রে ব্যবহৃত সম্ভাবনাময় রাসায়নিক খাতের বড় বাজার বাংলাদেশ। তাই আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই রাসায়নিক কারখানা প্রতিষ্ঠা ও এই শিল্পকে এগিয়ে নিতে সরকারি সহায়তা চান এ খাতের ব্যবসায়ীরা। সম্প্রতি সকালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মতিঝিল কার্যালয়ে আয়োজিত রাসায়নিক ও পারফিউমারি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এসব জানান ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, রাসায়নিকের ব্যবহার এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। অনেক শিল্পকারখানা আছে, যেগুলো রাসায়নিক কাঁচামাল ছাড়া চলে না। কিন্তু এর ব্যবহার পরিকল্পিত ও সুরক্ষিত হতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata