ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ড. ইউনূস জাতিকে দানবীয়-ফ্যাসিবাদের স্বাদ চাখালেন মাত্র এক বছরে-কাজী মামুন সময় কম, ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব-অর্থ উপদেষ্টা ভোটের আগে লটারিতে এসপি-ওসিদের বদলি-স্বরাষ্ট্র উপদেষ্টা শুক্রবার থেকে যমুনাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের শুরু : ফখরুল ১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক আগমীকাল জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাহার বাড়ি ফিরলেও হারিয়েছেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ জন আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো- হাসিনার আইনজীবী স্কুলের ল্যাবে বিকট শব্দ আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৫০ গাজীপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন আশুলিয়ায় অভিযান, নারীসহ আটক ১২ রাজধানীতে মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু শতাধিক পর্যটক আটকা পড়েছেন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ‘কোল্ড অ্যান্ড হট টেস্ট’ সম্পন্ন ছাত্রলীগ নেতাসহ তিন ভাইকে কুপিয়ে জখম নুরুজ্জামান ভারতে পাচার করেছে শতকোটি টাকা লক্ষ্যমাত্রা অনুযায়ী কনটেইনার পরিবহন করতে পারছে না রেলওয়ে আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:০২:৪০ অপরাহ্ন
টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। হনুফা বেগম সিকদার বাড়ির মৃত আব্দুল গফুরের স্ত্রী। ঘাটাইল থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, এটা নিশ্চিত হত্যাকাণ্ড। কী কারণে ঘটেছে, এটা তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল বাসায় থেকে ব্যবসা করেন। সেই সুবাদে তার মা বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ওই এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি বৃদ্ধার বাড়িতে আসেন ঘর ভাড়া নেওয়ার জন্য। পরে কাউকে না দেখে ডাকাডাকি করলে নিহতের জা এসে ঘরের দরজা খোলা ও তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। পরে তার ছেলে হুমায়ূনকে ফোনকল করে বিষয়টি জানালে নিহতের পরিবার ও এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হুমায়ূন সিকদার বলেন, মা হাতে স্বর্ণের বালা, গলায় চেইন, কানে দুল ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তার মাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সঙ্গে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড প্রতীয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ