ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:০২:৪০ অপরাহ্ন
টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। হনুফা বেগম সিকদার বাড়ির মৃত আব্দুল গফুরের স্ত্রী। ঘাটাইল থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, এটা নিশ্চিত হত্যাকাণ্ড। কী কারণে ঘটেছে, এটা তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল বাসায় থেকে ব্যবসা করেন। সেই সুবাদে তার মা বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ওই এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি বৃদ্ধার বাড়িতে আসেন ঘর ভাড়া নেওয়ার জন্য। পরে কাউকে না দেখে ডাকাডাকি করলে নিহতের জা এসে ঘরের দরজা খোলা ও তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। পরে তার ছেলে হুমায়ূনকে ফোনকল করে বিষয়টি জানালে নিহতের পরিবার ও এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হুমায়ূন সিকদার বলেন, মা হাতে স্বর্ণের বালা, গলায় চেইন, কানে দুল ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তার মাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সঙ্গে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড প্রতীয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য