ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের শেখ হাসিনাসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু শব্দ সন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রমের অনুমোদন পেল ইসি বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে-চীনা রাষ্ট্রদূত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়লেও কমানো হয়েছে বরাদ্দ আমতলিতে মির্জাগঞ্জ দরবার শরীফের দান বাক্সের টাকা চুরি ডুবে গেছে উপকূলীয় অঞ্চল এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ আরও ৭ জনের করোনা শনাক্ত গণহত্যায় দায়ী সবার বিচার করতেই হবে-সোহেল তাজ দুদকের সেই শরীফকে চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ এলজিইডির ২৫৭ প্রকৌশলীর নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম শুরু হচ্ছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের পাইলট প্রকল্প পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তাকে বদলি কয়রার পর্যটন কেন্দ্র অর্থনীতিতে অবদান রাখবে -জেলা প্রশাসক খুলনা কুমিল্লায় ৩ হত্যা ৮ আসামির তিনদিনের রিমান্ড সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আদেশ মানছে না প্রশাসন ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার

ঘুষ চাওয়ার অভিযোগে ফেনীর সমন্বয়কের নামে মামলা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১১:৫৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১১:৫৮:১৮ পূর্বাহ্ন
ঘুষ চাওয়ার অভিযোগে ফেনীর সমন্বয়কের নামে মামলা
ফেনী প্রতিনিধি ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা ঘুষ দাবির একটি অডিও ফাঁস হওয়ার পর নাহিদ রাব্বি নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভুঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন আব্দুল কাদের। অভিযুক্ত নাহিদ রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক এবং তিনি পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। অপর আসামি আব্দুল কাদের অনন্তপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। অডিও ফাঁস হওয়ার পর সিভিল সার্জন কার্যালয়ের চলমান নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়। ফেনী সিভিল সার্জন কার্যালয়ে গত শুক্রবার বিভিন্ন পদের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১১৫টি পদের জন্য প্রায় ১২ হাজার আবেদন জমা পড়েছে, যেখানে প্রতিটি পদের জন্য গড়ে ১০৮ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ডা. ইফতেখার হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিট ২১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ দেখতে পান। অডিওতে নাহিদ রাব্বি চাকরিপ্রার্থী আব্দুল কাদেরের কাছে সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার প্রধান সাক্ষী হিসেবে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমদাদুল হককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এমন দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিগ্রস্ত কাজের জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা মনে করেন, এমন অভিযোগ শুধু নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করে না, বরং সাধারণ মানুষের আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে। অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বি বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমি কখনোই কারও কাছ থেকে ঘুষ দাবি করিনি। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই অডিও ক্লিপটি বানানো হয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা সমন্বয়ক মো. মাহমুদুল হাসান এ প্রসঙ্গে বলেন, নাহিদ রাব্বি একজন নিবেদিতপ্রাণ সংগঠক এবং আমাদের সংগঠনের পরশুরাম উপজেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন যথাযথ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের

বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের