ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি

আয়কর সচেতনতায় এনবিআরের ভিডিও প্রচার শুরু

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১১:৫৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১১:৫৬:১৮ পূর্বাহ্ন
আয়কর সচেতনতায় এনবিআরের ভিডিও প্রচার শুরু
আয়কর দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ভিডিও প্রচার শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই মিনিটের এই ভিডিওচিত্রে আয়কর বিষয়ে প্রাথমিক ধারণা, আয়করের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে এর অবদান সহজ ও বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর দিতে জনগণকে উৎসাহিত করতে ধারাবাহিকভাবে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে ভিডিওচিত্রটি সম্প্রচার করা হচ্ছে। আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রিটার্ন দাখিলের প্রবণতা বাড়ানো এবং সময়মতো কর পরিশোধে উদ্বুদ্ধ করাই এই প্রচারণার মূল লক্ষ্য। ভিডিওচিত্রে তুলে ধরা হয়েছে, একজন নাগরিক হিসেবে কেন আয়কর দেওয়া জরুরি, আয়কর কীভাবে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্যান্য খাতে ব্যয় হয় এবং কর ফাঁকি কীভাবে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে। জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। একইসঙ্গে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে। সচেতনতামূলক এ ভিডিওচিত্র প্রচারে সব প্রচারমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেছে এনবিআর। কর বিষয়ক এ ধরনের উদ্যোগ রাজস্ব সংস্কৃতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সরকারের সংস্থাটি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ