ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল

টাকা না পেয়ে ব্যাংক থেকে ফেরত যাচ্ছেন গ্রাহক

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৪:০২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৪:০২:৪৯ অপরাহ্ন
টাকা না পেয়ে ব্যাংক থেকে ফেরত যাচ্ছেন গ্রাহক আইসিবি ইসলামিক ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার
দিনদিন গভীর হচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংকের তারল্য সংকটমফস্বলের পর এবার রাজধানীর শাখাতেও আমানত ফেরত দিতে পারছে না ব্যাংকটিসম্প্রতি টাকা না পেয়ে বেশ কয়েকজন গ্রাহক ব্যাংক থেকে খালি হাতে ফেরত গেছেননিজেদের জমানো টাকাও তুলতে পারেন নি তারা
খাইরুল ইসলাম নয়াপল্টনে অবস্থিত ব্যাংকটির ভিআইপি রোড শাখার গ্রাহকতিন মাস আগে পাঁচ বছর মেয়াদি সঞ্চয় স্কিমের মেয়াদ শেষ হলেও টাকা পাননি খাইরুল ইসলামদফায় দফায় নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছেমাত্র দুই লাখ ৯৫ হাজার টাকা দিতেই যদি এমন টালবাহানা করে তাহলে ব্যাংকের ওপর কিভাবে বিশ্বাস রাখিএমন অভিযোগ খাইরুল ইসলামেরআরেক গ্রাহক ইতালি প্রবাসী আফসার উদ্দিন মতিঝিল প্রিন্সিপাল শাখায় এক মাসে তিনবার এসেও দীর্ঘদিন থেকে জমানো সঞ্চয় ফেরত পাননিএমনকি এ শাখার ম্যানেজারকেও খুঁজে পাচ্ছেন না এ গ্রাহকআফসার উদ্দিন বলেন, আমি ১৯৮৮ সালের পর থেকে আইসিবি ইসলামিক ব্যাংকের সঙ্গে লেনদেন করছিএর আগে আমি কুয়েতে থাকতাম, বর্তমানে ইতালি থাকিএ ব্যাংকে আমার অ্যাকাউন্টে প্রায় আট লাখ টাকা রয়েছেগত এক মাসের মধ্যে তিনবার এসেছি, তবে এখনও টাকা তুলতে পারিনিব্যাংক থেকে টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে’- জানিয়ে তিনি বলেন, ‘টাকা পাবো এমনটি বলা হচ্ছে ব্যাংক থেকেব্যাংকে ঝামেলা চলছে বলেও কয়েকজন কর্মকর্তা জানিয়েছেনআবার প্রধান কার্যালয়েও যোগাযোগ করতে বলা হচ্ছেআমি যতবার এসেছি কখনও এ শাখার ম্যানেজারকে পাইনিযখনই আসি তখনই বলা হয়, ম্যানেজার বাইরে চলে গেছেনআইসিবি ইসলামিক ব্যাংকের মতিঝিল শাখার আরেকজন গ্রাহক শিবলী মাহমুদতিনি বলেন, এ ব্যাংকে দুই বছর আগে তিন লাখ টাকা রেখেছিলামহঠাৎ শুনছি, ব্যাংকটি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে নাগত ১৫ দিন আগে এসেছিলাম টাকা তুলতেব্যাংক থেকে বলা হয়েছিল কয়েকদিন পরে আসার জন্যএরপর গতকাল এসেছিলামগতকালও টাকা দিতে পারল নাজানা গেছে, ব্যাপক তারল্য সংকটে পড়ে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানতমুক্ত তারল্য সহায়তা হিসেবে ৫০ কোটি টাকা চায় আইসিবি ইসলামিক ব্যাংককেন্দ্রীয় ব্যাংকের কাছে ইতোমধ্যে ব্যাংকটির ৪২৫ কোটি টাকা দেনা রয়েছেফলে আবেদনের দুই সপ্তাহ পরে তা প্রত্যাখ্যান করা হয়বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টকে আইসিবি ইসলামিক ব্যাংকের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলকারণ, এটি তারল্য সংকটের কারণে কার্যত বন্ধ রয়েছেগত সপ্তাহে ব্যাংকটির মৌলভীবাজার শাখার গ্রাহক, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার কবি আব্দুল হামিদ মাহবুব টাকা তুলতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়ওই শাখায় তার এক লাখ টাকা জমা রয়েছেমঙ্গলবার সকালে নিজ অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে গেলে তাকে ফিরিয়ে দেন ব্যাংক কর্মকর্তারাকারণ হিসেবে তাকে জানানো হয় যে, ব্যাংকে পর্যাপ্ত টাকা নেইতিনি ওই চেকের ছবি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেনএকই পরিস্থিতি ঢাকার নয়াপল্টন ও কারওয়ান বাজার শাখায়ওশাখা দুটিতে টাকা তোলার জন্য আসা আমানতকারীদের ফেরত যেতে হচ্ছে খালি হাতেতারল্য সংকটের বিষয়টি স্বীকার করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শফিক বিন আবদুল্লাহ বলেন, আমরা আগে কখনও এমন সংকটে পড়িনিসব আমানতকারী একই সময়ে আমানত নিতে আসছেনফলে আমরা তাদের আমানত ফেরত দিতে পারছি নাগত পাঁচ মাসে আমরা আমানতকারীদের ৫০ কোটি টাকা পরিশোধ করেছিএ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আরও দুই সপ্তাহ সময় লাগতে পারেইতোমধ্যে ঋণের বিপরীতে রাখা জামানত বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছেআশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা আবার গ্রাহকের টাকা ফেরত দিতে পারববাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারল্য সহায়তা চেয়েছিলামকিন্তু এখনও সাড়া পাইনিকারণ, আমাদের কাছে জামানত হিসেবে কোনো তরল সম্পদ নেই’ ?ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ??্যাংকের চিহ্নিত করা দুর্বল ব্যাংকের তালিকায় অন্যতম আইসিবি ইসলামিক ব্যাংকদীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে আছে ব্যাংকটিবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আইসিবি ইসলামিক ব্যাংকের মোট ঋণের ৮৬ দশমিক ৯১ শতাংশই খেলাপিটাকার অঙ্কে যার পরিমাণ ৬৮৭ কোটি টাকা২০০৮ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম পরিবর্তন করে আইসিবি ইসলামিক ব্যাংক রাখা হয়২০২২ সালের শেষে ব্যাংকটিতে আমানত ছিল এক হাজার ২১২ কোটি টাকা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য