ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

এনবিআর সংস্কারে ৬ সদস্যের সমন্বয় কমিটি

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৭:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৭:১৩:২০ অপরাহ্ন
এনবিআর সংস্কারে ৬ সদস্যের সমন্বয় কমিটি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার কার্যক্রমে সমন্বয় সাধনের জন্য ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। এনবিআর সদস্য (কর, লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে এই কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) ফারজানা আফরোজ, সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান এবং সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ। আদেশে বলা হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন এবং এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করার অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ববিষয়ক পরামর্শক কমিটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণে এই কমিটি কাজ করবে। বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও ভ্যাট এক্সাইজ) ক্যাডারের ছয়জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এ কমিটি রাজস্ব সংস্কারবিষয়ক কার্যক্রম এগিয়ে নিতে পরামর্শক কমিটির সঙ্গে একাধিক সভা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। একইসঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেবে। প্রসঙ্গত, গত ১২ মে মধ্যরাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারির মাধ্যমে এনবিআর বিলুপ্তির প্রক্রিয়া শুরু হলে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে সারাদেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। চার দফা দাবিতে চলা এই আন্দোলন ১৩ দিন পর, ২৫ মে রাতে অর্থ উপদেষ্টার দফতর থেকে দাবি আংশিক মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর স্থগিত করা হয়। দাবি চারটি ছিল- ১. রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিল, ২. এনবিআর চেয়ারম্যানের অপসারণ, ৩. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ, এবং ৪. সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা। আন্দোলন প্রত্যাহার করা হলেও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঐক্য পরিষদ এখনও অনড় রয়েছে। এই প্রেক্ষাপটেই রাজস্ব কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ছয় সদস্যের এই সমন্বয় কমিটি গঠন করা হলো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ