জনতা ডেস্ক
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গতকাল সোমবার সিএনএনকে এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান।
তিনি জানান, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক অভিযান এবং এরপর গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধামন্ত্রী নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আইসিসি। করিম খান আরও বলেন, এছাড়া ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ ও আল কাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির (মোহাম্মদ দেইফ নামে অধিক পরিচিত) বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই প্রথম আইসিসি ইসরাইলি রাজনীতিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করল। এর আগে গত বছরের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে ইউক্রেনের শিশুদের নির্বাসিত করছেন।
বিড়ালকে দেয়া হলো বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
জনতা ডেস্ক
একটি বিড়ালকে দেয়া হলো বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ভারমন্ট রাজ্যে ক্লাসে অধ্যাপকের লেকচার না শুনেও বিরল এই সম্মাননা পেয়েছে ম্যাক্স ডাউ নামের একটি বিড়াল।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, চলতি বছর শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান সামনে রেখে বিড়ালটিকে ডক্টরেট ডিগ্রি দেয়ার বিষয়টি জানায় ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি। ১৮ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাসলটন ক্যাম্পাসে তাকে সম্মাননা দেয়া হয়। বিড়ালটিকে তার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ‘ডক্টর অব লিটার-অ্যাটিউর’ ডিগ্রি দেয়া হয়েছে। একটা বিড়ালকে ডক্টরেট ডিগ্রি দেয়ার এ খবর অল্প সময়েই অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। বিড়ালটি ইঁদুর শিকারে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। পাশাপাশি সে অনেক বছর ধরে ক্যাম্পাসে ক্যাসলটন পরিবারের স্নেহময় সদস্য হিসেবে আছে বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাসলটন ক্যাম্পাস। বিড়ালটিকে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির অনুমোদনক্রমে ডক্টরেট দেয়ার খবর জানিয়ে ওই পোস্টে বলা হয়েছে: অভিনন্দন ড. ম্যাক্স ডাউ!
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
