ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ কলাপাড়ায় ৬ জেলে নিয়ে আবারও ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৯ জেলের সন্ধান মিলেনি ভূরুঙ্গামারীতে মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৪০ লাখ টাকার সম্পদ আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কেবল পরিচালন ব্যবস্থায়- ঢাবি উপাচার্য ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু তিনজনই ঢাকায় মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার জড়িত বিমানের কর্মচারীরাও গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিয়ে করায় সমাজচ্যুত

টাকা ধার নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১২:০৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১২:০৬:৪৮ পূর্বাহ্ন
টাকা ধার নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী
এক হাজার টাকা ধার নিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এক নারীর করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আক্কাছ আলী (৪৪) ও আমানুল্লাহ ভূইয়া (৪৫)। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ১৪ জুন সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভিকটিম তার প্রতিবেশী আক্কাছ আলীর কাছে এক হাজার টাকা ধার নিতে যান। আক্কাছ আলী টাকা দেয়ার কথা বলে তাকে আমান উল্লাহ ভূইয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে কিছু টাকা কম আছে বিধায় তা সংগ্রহ করার কথা বলে রুমে বসে অপেক্ষা করতে বলেন। ভিকটিম রুমে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে পালাক্রমে আক্কাছ ও আমানুল্লাহ তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ভিকটিম আনুমানিক রাত সাড়ে ৮টায় জোর করে দরজা খুলে তার নিজ বাড়িতে চলে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। ডিসি তালেবুর আরও জানান, মামলা রুজুর পর তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় খিলক্ষেত থানা পুলিশ। এরপর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গত  বৃহস্পতিবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে খিলক্ষেত থানার বরুয়া পারুলিয়া এলাকা থেকে আসামি দুজনকে গ্রেফতার করে।পরে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ