জনতা ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ৭টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ছয়টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে সাতটি আসন। পঞ্চম দফার এই ভোটে সকলের নজরে ছিলেন রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গয়াল, ওমর আবদুল্লাহর মতো ‘হেভিওয়েট’ প্রার্থীরা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সাত দফায় লোকসভা ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল সোমবার দেশের ছয়টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হয়েছে ৫ম পর্বের ভোটগ্রহণ। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে সাত আসন। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওড়িশায় ২১টির মধ্যে পাঁচ, ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে তিনটিতে ভোট হয়েছে। পাশাপাশি ভারতশাসিত জম্মু-কাশ্মিরের একটি এবং লাদাখ লোকসভা আসনেও ভোটগ্রহণ হয়েছৈ। জম্মু-কাশ্মিরের বারমুলা লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছে পঞ্চম দফায়। এই দফার নির্বাচনে নজরে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। রায়বরেলি আসন থেকে এ বার রাহুলকেই প্রার্থী করেছে কংগ্রেস। তবে এই আসনে প্রার্থী নির্বাচন নিয়ে কংগ্রেসের মধ্যে টানাপড়েন দেখা গিয়েছিল। মূলত গান্ধী পরিবারের ‘দুর্গ’ বলে পরিচিত এই রায়বরেলি। ২০০৪ সাল থেকে রায়বরেলি থেকে একটানা পাঁচ বার (২০০৬ সালের উপনির্বাচনসহ) লোকসভা ভোটে জিতেছেন সোনিয়া গান্ধী। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলিতে জিতে আসার পরেই সোনিয়া ঘোষণা করেছিলেন শারীরিক কারণে আর তার পক্ষে পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে দাঁড়ানো সম্ভব নয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
