ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা সুসংগঠিত হচ্ছে লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল কুমিল্লা গোমতী নদীর সকল অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের মীরসরাইয়ে খানাখন্দে ভরা জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক যেন মৃত্যুফাঁদ কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক ৫ ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি মেহেরপুরে সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু সিরাজদিখানে আ’লীগ নেতা সুমন গ্রেফতার বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৬৮ তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা ফরিদপুরে মাদক কে সয়লাব গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের

এবার সান্তোস ছাড়ছেন নেইমার!

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৭:২১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৭:২১:২৩ অপরাহ্ন
এবার সান্তোস ছাড়ছেন নেইমার!
মাঠের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। তবুও এতদিন নেইমার ও সান্তোসের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎ সেই মধুর সম্পর্কে ফাটল দেখা দিচ্ছে। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সান্তোসের চুক্তি নবায়ন প্রক্রিয়া সম্প্রতি কিছুটা থমকে গেছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী তারকা মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে বিরক্ত। অন্যদিকে নেইমারের বাবা সান্তোসের সঙ্গে ফের আলোচনায় বসার আগে অন্যান্য ক্লাবের প্রস্তাব শুনতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ব্রাজিলে ফিরবেন নেইমারের বাবা। এরপর যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্লাবের সঙ্গে যেসব আলোচনা হয়েছে, তা বিস্তারিত সান্তোসকে জানাবেন। নেইমারের বাবার উদ্দেশ্য- সান্তোস বোর্ডের সঙ্গে নেইমারের কাছে থাকা বিকল্প নিয়ে আলোচনা করা। সেই আলোচনায় ক্লাবকে স্পর্শ করতে হবে, নেইমারকে ধরে রাখতে তারা কী কী করতে প্রস্তুত। এই অবস্থান নেওয়ার মূল কারণ হলো- সান্তোসের সঙ্গে নতুন চুক্তির কাঠামো ঢেলে সাজানো। ক্লাবটিতে এতদিন বেতন নির্ধারিত ছিল না। বরং খেলায় অংশগ্রহণ ও গোলের মতো নির্দিষ্ট লক্ষ্য পূরণের ওপর সেটি নির্ভর করতো। ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার এমন নীতি নেইমারের বাবার পছন্দ হয়নি। ক্লাবের সঙ্গে তিক্ততার সঙ্গে সম্প্রতি প্রকাশ্যে কিছু মন্তব্য করেন নেইমার ও তার বাবা। এসব বক্তব্য ও আচরণে ক্লাবের অন্দরমহলে অসন্তোষ বেড়েছে। যে কারণেই চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তি ৩০ জুন পর্যন্ত। সৌদি প্রো লিগের ক্লা আল হিলাল ছেড়ে স্বল্প মেয়াদে শৈশবের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয়বার সান্তোসে ফিরে ক্লাবটির হয়ে ১২ ম্যাচে ৩টি করে গোল অ্যাসিস্ট করেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার বাবা দেশে ফিরে ক্লাবের সঙ্গে আলোচনার পর। এর আগ পর্যন্ত নেইমারের জন্য অপেক্ষায় রয়েছে ক্লাব। অপেক্ষার পাশাপাশি সান্তোস প্রত্যাশা করছে, নেইমার যেন গণমাধ্যমের সামনে অথবা প্রকাশ্যে সংবেদনশীল ইস্যুতে কথা না বলেন। এক্ষেত্রে যেন আরও সংযম দেখান। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ডায়ারিও ডু পেইশে-এর পক্ষ থেকে সান্তোসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে এবং কোনো দ্বন্দ্ব নেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ