ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

উইন্ডিজের বিপক্ষে অজি দল থেকে বাদ পড়লেন লাবুশেন

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৭:২০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৭:২০:২৪ অপরাহ্ন
উইন্ডিজের বিপক্ষে অজি দল থেকে বাদ পড়লেন লাবুশেন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোটেও ভালো ব্যাটিং করতে পারেননি টপঅর্ডার ব্যাটার মারনাস লাবুশেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তাকে বিবেচনায় রাখেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথও। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস ও জশ ইংলিস। ২০১৯ সালের পর এই প্রথমবারের মতো লাবুশেনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হলো। বার্বাডোসে আগামী ২৫ জুন শুরু হতে প্রথম টেস্ট। তার পাঁচ দিন আগেই দলে দুটি পরিবর্তন নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বোঝাই যাচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তুলনায় এবার ব্যাটিং লাইন-আপ অনেকটাই আলাদা হবে। কনস্টাস ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে যাচ্ছেন। সর্বশেষ ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরমধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেকেই করেছিলেন ৬৫ বলে ৬০ রান। অন্যদিকে ইংলিস শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। লাবুশেনকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনার হিসেবে খেলানো হয়েছিল, যেটি ছিল নির্বাচকদের শেষ ভরসা। কিন্তু ওপেনিংয়ে মাত্র ১৭ ও ২২ রান করেন, যা লাবুশেনের গত দুই বছরের টেস্ট ফর্মহীনতার ধারাকেই উপস্থাপন করে। নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেন, ‘মারনাস সেরা ফর্মে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে নিজেও জানে, সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের প্রত্যাশার মতো নয়। আমরা তার সঙ্গে কাজ চালিয়ে যাবো এবং যেসব দিক নিয়ে কাজ করতে হবে, সেগুলো পুনরায় খুঁজে বের করার চেষ্টা করবো। আমরা তার দক্ষতাকে এখনও মূল্য দিচ্ছি এবং আশা করছি, সে এই চ্যালেঞ্জটা ইতিবাচকভাবে মোকাবিলা করবে।’ অন্যদিকে লর্ডসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে মারাত্মক চোট পান স্মিথ। অস্ত্রোপচার প্রয়োজন না হলেও তাকে আট সপ্তাহের জন্য স্প্লিন্ট পরতে হবে। তবে সিরিজের পরের ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা এখনও রয়েছে স্মিথের। বেইলি বলেন, ‘স্টিভের ক্ষত পুরোপুরি সারতে আরও সময় দরকার। তাই আমরা তাকে আরও এক সপ্তাহ বিশ্রাম দেব এবং এরপর অবস্থা পর্যালোচনা করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি জশ এবং স্যামকে সুযোগ দেওয়ার। যাতে তারা স্টিভ এবং মারনাসের স্থলাভিষিক্ত হতে পারে। তাদের টেস্ট ক্যারিয়ার শুরুর এই পর্যায়ে আমরা তাদের দেখতে উচ্ছ্বসিত।’ চূড়ান্ত একাদশ এবং ব্যাটিংঅর্ডার ম্যাচ শুরুর আগ মুহূর্তে ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, উসমান খাজার সঙ্গে ইনিংস ওপেন করবেন কনস্টাস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ