ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বেড়েছে ইউক্রেন যুদ্ধের তীব্রতা

খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার
জনতা ডেস্ক
ইউক্রেন যুদ্ধের তীব্রতা গত ৬ মাস ধরেই বেড়েছেএর মধ্যেই খারকিভ অঞ্চলে রাশিয়া হামলা জোরদার করেছেসেই সাথে ইউক্রেনের উত্তর-পূর্বের এই খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছেইউক্রেনও রুশ ভূখণ্ডে পাল্টা হামলা চালাচ্ছেএদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন করছেন
ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীকে আরও এগোতে দিচ্ছে না বলে দাবি করলেও মস্কো জোরালো হামলা চালিয়ে যাচ্ছেগত ১০ মে থেকে চলে আসা হামলা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীরোববার শহরের উপকণ্ঠে জোড়া হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেনইউক্রেনের সূত্র অনুযায়ী, রাশিয়ার ভূখণ্ডে বেলগোরোদ অঞ্চল থেকে প্রথমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়তারপর একই লক্ষ্যবস্তুর ওপর দ্বিতীয় হামলা চালায় রাশিয়াফলে উদ্ধারকারী প্যারামেডিক্স ও পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও হতাহতের খবর পাওয়া যাচ্ছেএই ঘটনায় ছয় জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেনরাশিয়ার বিরুদ্ধে আগেও ইউক্রেনে এমন ডাবল ট্যাপহামলার অভিযোগ উঠেছেকাছেই আরও একটি হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত ও নয় জন আহত হয়েছেনইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের শহর ও সমাজের মধ্যে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার এবং নিরীহ মানুষের হত্যার অভিযোগ করেছেনতিনি খারকিভ অঞ্চলের সুরক্ষার জন্য আমেরিকায় তৈরি দুটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজনের উল্লেখ করেনসেগুলো হাতে পেলে পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটবে বলে তিনি মনে করেনতার মতে, বাকি বিশ্ব রাশিয়ার সন্ত্রাস বন্ধ করতে পারেনেতৃস্থানীয় রাজনীতিকদের মধ্যে সেই সদিচ্ছার অভাব দূর করতে হবেজেলেনস্কির দাবি, গত সপ্তাহজুড়ে খারকিভ অঞ্চলে প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করা হয়েছেগত শুক্রবার সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য স্বীকার করেন, রুশ বাহিনী উত্তর-পূর্ব সীমান্ত পেরিয়ে ইউক্রেনের ভূখণ্ডের পাঁচ থেকে দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছেইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেরাশিয়ার দাবি অনুযায়ী, রোববার রাতে ইউক্রেনের ৬১টি ড্রোন ধ্বংস করা হয়েছেএমন হামলায় বিশেষ করে জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছেদক্ষিণের ক্রাসনোদার অঞ্চলে একটি শোধনাগারের ওপর ছয়টি ড্রোন ভেঙে পড়ার পর কাজ বন্ধ রাখতে হয়েছেগত তিন সপ্তাহে সেই এলাকার শোধনাগার ও সামরিক ক্ষেত্রের ওপর দ্বিতীয় বার হামলা চালানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় সূত্র জানিয়েছেবেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর দাবি করেছেনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, খারকিভ থেকে রুশ ভূখণ্ডে হামলা বন্ধ করতে বাফার জোনসৃষ্টি করার চেষ্টা করছেএদিকে ইউক্রেনের নৌবাহিনী আরও সাফল্যের দাবি করছেকৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট’-এর একটি মাইনসুইপার জাহাজ ধ্বংস করেছে তারাটেলিগ্রাম প্ল্যাটফর্মে এক ছবি প্রকাশ করে সেই জাহাজ ধ্বংসের খবর প্রকাশিত হয়েছেসেই বার্তায় ইউক্রেনের নৌবাহিনী সেই সাফল্যের নেপথ্যে শপথ নেওয়া ভাইদেরঅবদানও স্বীকার করেছেযুদ্ধের শুরু থেকে ইউক্রেন বেশ কয়েকটি রুশ রণতরীও ধ্বংস করেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ