ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া
উত্তরায় আলোচিত ডাকাতি

মূল পরিকল্পনাকারী পুলিশের বহিষ্কৃত সদস্য

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৩:২৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৩:২৪:০৪ অপরাহ্ন
মূল পরিকল্পনাকারী পুলিশের বহিষ্কৃত সদস্য
রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে মূল পরিকল্পনাকারী গোলাম মোস্তফা বাংলাদেশ পুলিশের বহিষ্কৃত কনস্টেবল আর শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল বাংলাদেশ সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো-মো. হাসান (৩৫), গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০), শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩), মো. ইমদাদুল শরীফ (২৮) ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৪ লাখ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের ডিসি বলেন, গত ১৪ জুন সকাল সাড়ে ৮টার দিকে উত্তরায় নগদের ডিস্ট্রিবিউটরের একজন প্রতিনিধির কাছ থেকে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচয়ে ১ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। সশস্ত্র ৬-৭ জন কালো মাইক্রোবাসে করে এসে ভুক্তভোগীদের গতিরোধ করে চারটি ব্যাগে থাকা সব টাকা ছিনিয়ে নেয় এবং তিন কর্মচারীকে জিম্মি করে মারধর শেষে তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরে ফেলে পালিয়ে যায়। উত্তরা পশ্চিম থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়।
ডিসি মুহিদুল ইসলাম জানান, ডিবি ও থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রথমে মাইক্রোবাসের চালক মো. হাসানকে খিলগাঁও থেকে গ্রেফতার করে। পরে তার তথ্যে গাড়িটি জব্দ করা হয় ও মূলহোতা চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহিনকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে তার কাছ থেকে ১৩ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আরও তিন সদস্য-ইমদাদুল শরীফের কাছ থেকে ৮ লাখ ৪ হাজার টাকা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালাল উদ্দিনের কাছ থেকে ৬৩ হাজার টাকাসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। জালাল নিজের নামে ব্যাংকে জমা রাখা ১২ লাখ টাকা জব্দের আইনি প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, তাদের কাছ থেকে নকল র‌্যাব ও পুলিশের আইডি কার্ড, লাঠি, সিগন্যাল লাইট, সেনাবাহিনীর লোগোসহ মানিব্যাগ, বিভিন্ন ব্যাংকের চেকবই ও মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতাকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে র‌্যাব ও পুলিশের পরিচয়ে দেশজুড়ে ডাকাতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ