ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার

বিজয়নগরে ফসলি জমির মাটি গিলে খাচ্ছে ইটভাটা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন
বিজয়নগরে ফসলি জমির মাটি গিলে খাচ্ছে ইটভাটা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন ইটভাটায় ইট পুড়ানোর মৌসুম শুরুর আগে থেকেই শুরু হয় ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিযোগিতা। কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে টাকার বিনিময়ে কিনে নেয় একটি পক্ষ। এরপর তারা বেশি দামে ইটভাটায় মাটি সরবরাহ করে থাকেন। বর্ষাকাল হওয়ায় ইটভাটার মাটি পরিবহনের জন্য নৌযান ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে নদী তীরবর্তী এলাকা থেকে মাটি সংগ্রহ করে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
দীর্ঘদিন যাবৎ ফসলি জমির উপরিভাগের মাটি, নদীর পাড়, টিলা ভূমির মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়েছে বিভিন্ন ইটভাটায়।এখন অধিকাংশ ইটভাটায় ট্রাক্টর দিয়ে মাটি কাটার সুবিধা না থাকায় ইটভাটার মালিকরা নৌপথ বেচে নিয়েছে। পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটি থাকায় ইটভাটার মালিকরা বাধাহীনভাবে নৌকা দিয়ে মাটি কেটেছে এখনো কাটছে।
কৃষি জমির টপসয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। দুই আইনে শাস্তির বিধান একই রকম। এসব কাজে জড়িত ব্যক্তিদের দুই লাখ টাকার জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। একই কাজ দ্বিতীয়বার করলে দায়ী ব্যক্তির ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড  হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, অধিক অর্থের লোভে না বুঝে অনেক কৃষক মাটি বিক্রি করছে। এতে তারা সাময়িক লাভবান হলেও দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলি জমির ওপরিভাগের মাটিতেই সব উর্বরতা থাকে। তাই কোনোভাবেই এ মাটি কাটা যাবে না। উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, নৌযানে মাটি কাটার বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ