ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

বিজয়নগরে ফসলি জমির মাটি গিলে খাচ্ছে ইটভাটা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন
বিজয়নগরে ফসলি জমির মাটি গিলে খাচ্ছে ইটভাটা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন ইটভাটায় ইট পুড়ানোর মৌসুম শুরুর আগে থেকেই শুরু হয় ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিযোগিতা। কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে টাকার বিনিময়ে কিনে নেয় একটি পক্ষ। এরপর তারা বেশি দামে ইটভাটায় মাটি সরবরাহ করে থাকেন। বর্ষাকাল হওয়ায় ইটভাটার মাটি পরিবহনের জন্য নৌযান ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে নদী তীরবর্তী এলাকা থেকে মাটি সংগ্রহ করে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
দীর্ঘদিন যাবৎ ফসলি জমির উপরিভাগের মাটি, নদীর পাড়, টিলা ভূমির মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়েছে বিভিন্ন ইটভাটায়।এখন অধিকাংশ ইটভাটায় ট্রাক্টর দিয়ে মাটি কাটার সুবিধা না থাকায় ইটভাটার মালিকরা নৌপথ বেচে নিয়েছে। পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটি থাকায় ইটভাটার মালিকরা বাধাহীনভাবে নৌকা দিয়ে মাটি কেটেছে এখনো কাটছে।
কৃষি জমির টপসয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। দুই আইনে শাস্তির বিধান একই রকম। এসব কাজে জড়িত ব্যক্তিদের দুই লাখ টাকার জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। একই কাজ দ্বিতীয়বার করলে দায়ী ব্যক্তির ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড  হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, অধিক অর্থের লোভে না বুঝে অনেক কৃষক মাটি বিক্রি করছে। এতে তারা সাময়িক লাভবান হলেও দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলি জমির ওপরিভাগের মাটিতেই সব উর্বরতা থাকে। তাই কোনোভাবেই এ মাটি কাটা যাবে না। উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, নৌযানে মাটি কাটার বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব