ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

প্রগতি ইন্স্যুরেন্সের ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ১১:২০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ১১:২০:৪১ অপরাহ্ন
প্রগতি ইন্স্যুরেন্সের ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা
প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ার হোল্ডারদের ২০২৪ সালের সমাপ্ত বছরের হিসাব বিবেচনায় ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব  করেন।
পরিচালক আলহাজ¦ খলিলুর রহমান, মোহাম্মদ  আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক,  নাসির লতিফ, মো. মুসফিকুর রহমান, নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, সৈয়দ মোহাম্মদ জান, তাজওয়ার এম আউয়াল, স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামালউদ্দিন, হাসিনাতুন নাহার, মাহাবুব আনাম এবং কোম্পানীর  উপদেষ্টা  মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর (এসিআইআই), মেজর সাদাত মো. মুসা পিএসসি (অব.), এ্যাডমিন এন্ড এইচ আর চীফ ফিনানসিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, এফসিএ, কোম্পানী সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএসহ আরও অনেক শেয়ার হোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে ৩৯তম বার্ষিক সাধারণ সভায় যুক্ত হন। তারা তাদের মতামত জানান এবং ই-ভোটিং এর মাধ্যমে প্র¯তাবিত আলোচ্য সূচিসমূহের অনুমোদন করেন। ২০২৪ সালে কোম্পানী গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৫০ কোটি টাকা।  উক্ত বছরে কোম্পানীর কর পূর্ব মুনাফা আয়  হয় ৫৫  কোটি টাকা। মোট দাবি পরিশোধের পরিমাণ ৫২ কোটি টাকা।  মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৯.৫১ কোটি টাকা। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ার হোল্ডারদের জন্য মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটা প্রগতির সাফল্য। এই সাফল্যের পিছনে রয়েছে বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানীর পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা, কোম্পানীর সকল ¯তরের কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মনিষ্ঠা। কোম্পানী সচিব এবং চীফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ৩৯ তম সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অনলাইনে  যুক্ত হয়ে তাদের মতামত এবং ই-ভোট প্রদান করেন এবং কোম্পানীর কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানী সচিব।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স