ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

দুই হাতে বোলিং করা নিয়ে যা বললেন থারিন্দু

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০৮:৪৩ অপরাহ্ন
দুই হাতে বোলিং করা নিয়ে যা বললেন থারিন্দু
শ্রীলঙ্কায় গল টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশকে ঘোরের মধ্যে ফেলে দিয়েছিলেন থারিন্দু রথনায়েকে। ওপেনার সাদমান ইসলাম ও তিনে নামা মুমিনুল হকের উইকেট নিয়ে টাইগারদের বিপদেই ফেলেছিলেন সদ্য অভিষেক করা এই লঙ্কান রহস্যস্পিনার। টানা দুই বলে সাদমান-মুমিনুলকে আউট করেন দুই হাতে বোলিং করতে পারা রথনায়েকে। যে কারণে তাকে নিয়ে বেশ আগ্রহী তৈরি হয়েছে ভক্ত-সমর্থকদের মাঝে। যদিও পুরো দিনে আর কোনো উইকেট পাননি তিনি। এমনকি শ্রীলঙ্কার পুরো বোলিং ইউনিটও ফিরেছে খালি হাতে। ৩ উইকেটে ৪৫ রান থেকে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৯২ রান। দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন রথনায়েকে। দুই হাতে বোলিং করা নিয়ে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না আমি কোন হাতে বেশি উইকেট নিয়েছি। আমি কখনো ঠিকভাবে দেখেও দেখিনি। আমি দুই হাত দিয়েই প্রচুর বল করেছি। যখন প্রথম শ্রেণির ক্রিকেটে শুরু করেছিলাম, তখন অনেক বেশি বল করতাম বাঁ হাতে। কিন্তু কয়েক বছর পর সেটা হয়ে যায় প্রায় ৬০ শতাংশ ডান হাতে আর ৪০ শতাংশ বাঁ হাতে।’ কিন্তু গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম দিন ১৫.৫ ওভার ডান হাতে অফস্পিন করার পরই প্রথমবার বাঁ-হাতে স্পিন করেছেন। তাহলে এবার এত দেরি করে বাঁ-হাতে বোলিং করলেন কেন? জবাবে রথনায়েকে বলেন, ‘আমি মনে করেছি, ব্যাটারের দিকে ঢ়ুকে যাওয়া বল খেলাটা ওদের জন্য বেশি কঠিন। কারণ এই পিচটা ব্যাটারদের অনুকূলে। ডান হাতে অফস্পিন করলে বিশেষ করে ডানহাতি ব্যাটারের বিপক্ষে লাল বলে খেলা সহজ নয়। আমি যখন অফস্পিন করি, তখন ফিল্ড সেট করতেও আমার কাছে বেশি অপশন থাকে। বাঁ হাতে স্পিন করলে উইকেট আমাদের মতো করে আচরণ করছে না, ওরা সহজে গ্যাপ বের করে মারতে পারে, স্কোর করার সুযোগ বেশি পায়।’ তিনি আরও বলেন, ‘ম্যাচের আগে আমাদের পরিকল্পনায় থাকে, কোন ব্যাটার কোন ধরনের বল ভালো খেলে এবং কোন সাইডে বেশি মারতে চায়। আমি সেই অনুযায়ী পরিকল্পনা করি, ওদের দুর্বলতা খুঁজে বের করি এবং হাত পরিবর্তন করি যেন সেটা কাজে লাগে।’ রথনায়েকের শিকার বাংলাদেশের উভয়ই (সাদমান-মুমিনুল) বাঁহাতি ব্যাটার। ডানহাতি অফব্রেক বল করে তাদেরকে স্লিপে ক্যাচ বানান রথনায়েকে। তার মতে, শুরু উইকেট একটু চ্যালেঞ্জিং হলেও দিনের বাকি অংশে ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে ওঠে। রথনায়েকে বলেন, ‘শুরুতে একটু আর্দ্রতা ছিল, কিন্তু পরে শুকিয়ে যায়। স্পিন খুব একটা কাজে লাগেনি। আমি মনে করি, চতুর্থ দিন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ