ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে ভর্তি চলছে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবো না -মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত তিন মাসেও স্বাস্থ্য খাতে সুপারিশ বাস্তবায়ন নেই মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না-সারজিস শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার-অ্যাটর্নি জেনারেল প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে মুখাবয়ব হারানো খোকন চন্দ্র শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস জুলাই সনদ নিয়ে আরও মতামত চায় ঐকমত্য কমিশন তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার এনসিপির তরুণদের প্রথম ভোট চাইলেন তারেক রহমান ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সড়কে যান চলাচল বিঘ্নিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই লাশে আঘাতের চিহ্ন বিজয়নগরে মোটরসাইকেল সিএনজির সংঘর্ষে নিহত ৪ স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারল স্বামী

শেষ বিকেলে টাইগার শিবিরে ধাক্কা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০৭:৫৭ অপরাহ্ন
শেষ বিকেলে টাইগার শিবিরে ধাক্কা
মুশফিকুর রহিম আউট হলেন। এরপরই সেই পুরোনো রোগ ধরে বসলো বাংলাদেশের। একের পর এক উইকেট হারাতে থাকলো টাইগাররা। শেষ বিকেলে ২৬ রানের মধ্যে ৫টি উইকেট খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দারুণ ব্যাটিংয়ের পরও গল টেস্টে ৫০০ রান করা অনিশ্চিত বাংলাদেশের। আলোকস্বপ্লতায় দ্বিতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৯ উইকেটে ৪৮৪ রান তুলেছে সফরকারী দল। হাসান মাহমুদ আর নাহিদ রানা শূন্য রান নিয়ে শেষ জুটি হিসেবে ক্রিজে আছেন। এর আগে গতকাল বুধবার ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩৬ আর মুশফিকুর রহিম ১০৫ রানে ছিলেন। ভক্ত-সমর্থকরা আশা করছিলেন, শান্ত ২০০ রানের ইনিংস খেলতে পারবেন। মুশফিকও আশা করছিলেন সেটি। কিন্তু তাদের আশা পূরণ হয়নি। ১৫০ রানের কাছাকাছি গিয়ে আউট হন শান্ত। ৪০০ পার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। উইকেটের মাঝে দৌড়ে ও বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা দ্রুতই ঘোরাচ্ছিলেন তারা। মুশফিক-লিটনের ছন্দময় সেই খেলায় বাধা সৃষ্টি করে বৃষ্টি। বৃষ্টির কারণে দিনের প্রায় ২০ ওভারের মতো খেলা নষ্ট হয়েছে। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটি গড়েন মুশফিক ও লিটন। মুশফিক এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ব্যক্তিগত ১৬৩ রানে আসিথা ফার্নান্ডোর বলে। ৩৫০ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান অভিজ্ঞ এই ব্যাটার। পরের ওভারেই ভুল করে বসেন লিটন। সেঞ্চুরির দোরগোড়ায় এসে রিভার্স সুইপ খেলতে যান রথনায়েকে। গ্লাভসে লেগে বল ওপরে উঠে যায়। উইকেটরক্ষক নেন সহজ ক্যাচ। ১২৩ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় ৯০ রানেই থামে লিটনের নজরকাড়া ইনিংসটি। এরপর জাকের আলী বেশিক্ষণ টিকতে পারেননি। পেসার মিলান রথনায়েকের দুর্দান্ত এক ডেলিভারিতে ডিফেন্স করেও স্টাম্প হারান তিনি। ৮ করেই সাজঘরে ফেরেন জাকের। রথনায়েকে বোল্ড করেন তাইজুল ইসলামকেও (৬)। বেরিয়ে যেতে থাকা বল ব্যাটে লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন নাইম হাসান (১১)।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স