ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না, কিশোরকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ১২:২৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ১২:২৮:৫৩ পূর্বাহ্ন
ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না, কিশোরকে পিটিয়ে হত্যা
ক্ষেতের ধান গরু খেয়েছে অভিযোগ তুলে এক নারীকে পিটিয়ে আহত করা হয়। এরপরও মায়ের হয়ে ক্ষমা চায় কিশোর ছেলে। তবুও শেষ রক্ষা হলো না ১৭ বছরের ওই কিশোরের। মাকে মারধরের পর ছেলেকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী আরোফ মৃধা। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাবনার আমিনপুর থানার রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আশিক মণ্ডল (১৭) রামকান্তপুর গ্রামের মো. হন্তেশ মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেতের ধান খায় গরু। সেই গরু আশিকের মায়ের এমন অভিযোগ তুলে তার মাকে বেধড়ক মারধর করেন আরোফ মৃধা। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যায় কিশোর ছেলে আশিক। মায়ের হয়ে ক্ষমাও চায় সে। এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে? স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যায় আশিক। বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আশিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে ছয়জনের নামে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স