ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল-গয়েশ্বর ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৬ গুণ, মৃত্যু বেড়েছে ৪ গুণ আরও ৩ জনের করোনা শনাক্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৭ ইনুর ভয়েস রেকর্ড, ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার মাধ্যমিক স্তরে ‘ঝরে পড়া’র প্রবণতা বাড়ার ইঙ্গিত এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করবেন যেভাবে পরিবহন খাতে চাঁদাবাজি আগের মতোই চলছে প্রত্যাখ্যান হেফাজতের প্রতিহতের ঘোষণা অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা-ইউএনএইচসিআর মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা অনিশ্চত ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না-নুরুল হক নুর

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৫৮:২২ অপরাহ্ন
লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না-নুরুল হক নুর
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে এখনও কোনো কিছুরই পরিবর্তন হয়নি। তাই সময় যতদিন লাগে সরকার নিবেন। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে গত সোমবার রাতে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, একমাত্র বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জোরালো কথা বলছে না। কারণ তারা আমার আগেই টের পাইছে এলাকায় এখন থাকতে পারছেন না উৎপাতে। আমি টের পাইছি এলাকায় এসে। তাই বলছি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সামনে নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলাম, আগামীকাল ঢাকায় গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলবো, ‘স্যার আপনি যখন উপযুক্ত পরিবেশ মনে করবেন এবং যখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সবাই নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি-ধমকি থাকবে না, রাজনৈতিক আধিপত্যের সংস্কৃতি পরিবর্তন হবে, তখনই আপনি নির্বাচনী রোডম্যাপ দিবেন। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমরাও জোরালো কথা বলেছিলাম। কিন্তু এলাকায় আসিনিতো এ জন্য টের পাইনি যে, এই রকম কেয়ামত শুরু হয়ে গেছে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা আরেকটি কেয়ামত। পটুয়াখালী ও বরিশাল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকার রাস্তায় বড় বড় গাছ ফেলে রামদা, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা নিতে পারেননি।’ গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, তারা আমাদের পিঠের চামড়া তুলে নেওয়ার শ্লোগান দেয়। তাইলে আসেন ভাইয়েরা আমরা আছি চামড়া তুলতে আসেন। আপনারা চামড়া তুলতে আসবেন আর আমরা কি ললিপপ চুষবো? সাবধান হয়ে যান। অনেক ফাউল কথা বলেছেন, কিন্তু আমরা ফাউল কথা বলি না। আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরাও খেলতে জানি। আমরা খেলি এবং আমরা খেলবো। তবে, আমরা কোনো ফাউল খেলবো না। নুর বলেন, পটুয়াখালীবাসীকে বলবো এই ধুরন্ধর ডিসি যদি থাকে; মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না। ইতোমধ্যে আপনারা দেখেছেন টাকার বিনিময়ে সবকিছু তার মতো করে করেছেন। তাই এই ডিসিকে পটুয়াখালীতে রাখা যাবে না। উপদেষ্টাদের বলবো, জনপ্রশাসন সচিবকে বলবো- তারা এই ডিসিকে না সরালে আমরা সরিয়ে দেব। তিনি আরও বলেন, এই ডিসি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং নিজে রাজনীতিতে নেমেছেন। তাই বলছি, রাজনীতিতে নামছেন ভালো। ডিসিগিরি ছেড়ে রাজনৈতিক মাঠে আসেন, দেখা হবে রাজপথে এবং কথা হবে শ্লোগান-শ্লোগানে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, তালাক দেওয়া বউকে কেউ ঘরে নেয় না। আমরা এই ডিসিকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন সচিবকে বলবো- এই ডিসিকে সরাবেন, অন্যথায় পটুয়াখালীবাসী ওনাকে বেইজ্জতি করে গাট্টিবস্তা গোল করে লঞ্চে তুলে দিবে। ৫ আগস্টের পরে যদি এ রকম দলবাজ প্রশাসন থাকে; তাহলে এই প্রশাসন দিয়ে কীভাবে নির্বাচন করবেন? নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে ভিপি নুর বলেন, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। আপনারা লুটপাট করবেন, ভোটের মাঠে জনগণ শিক্ষা দিয়ে দিবে। আগের দিন নেই এখন। সিল পিটিয়ে এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান-মেয়র হবেন, সেইদিন আর নেই। ডিসি-এসপিরা দিনের ভোট রাতে করে দিবেন, সেইদিন আর নেই। এ জন্যই বলছি লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স