আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘পর্যবেক্ষণ নীতিমালা’ প্রায় চূড়ান্ত হয়েছে। শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে। তবে অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে আর নিবন্ধন দেবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক নানান কাজ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায় নানান কাজ আমাদের করতে হবে। পর্যবেক্ষণ নীতিমালাও তার মধ্যে পড়ে। খুব শিগগির এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হবে। ইসি জানায়, অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে আর নিবন্ধন দেবে না ইসি। একই সঙ্গে যেসব সংস্থা নিবন্ধন পেলেও ভোট পর্যবেক্ষণ করেনি তাদের নিবন্ধনও নবায়ন হবে না। এমন বিধান রেখে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসি সূত্রগুলো জানিয়েছে, এরই মধ্যে নীতিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল তা জারি করার পালা। নতুন এ নীতিমালা জারি হলে ২০২৩ সালের নীতিমালাটির আর কোনো কার্যকারিতা থাকবে না। ফলে আগের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল করা হতে পারে। কমিশন সূত্রে জানা গেছে, পূর্বের নীতিমালায় পর্যবেক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ছিল, নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে হলে এইচএসসি বা সমমান পাস হতে হবে। আর সব যোগ্যতা আগের মতোই থাকছে। ??নতুন এই নীতিমালা জারি হলে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল হয়ে যাবে। পাশাপাশি আগে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন দিয়েছে এমন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন না দেওয়া বিধানও রাখা হয়েছে।

পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত ‘ভুয়া’ সংস্থাকে নিবন্ধন নয়-নির্বাচন কমিশন
- আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৫৫:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৫৫:২১ অপরাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ