ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

২১ তারিখের ৬ এর পাতার বাকী সব নিউজ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০২:৪৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০২:৪৮:১১ অপরাহ্ন
২১ তারিখের ৬ এর পাতার বাকী সব নিউজ ২১ তারিখের ৬ এর পাতার বাকী সব নিউজ
চৌদ্দগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামের একহন মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেনতিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলেদুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল- লনিশ্বর মাঠে এ ঘটনা ঘটে।  তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানাএসময় আহত হয়েছেন আরেক শ্রমিক একই এলাকার মজিবুর রহমানআহত মজিবুর রহমান জানান, লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের কৃষি জমিতে সকাল থেকে মাটি কাটার কাজ করছিলাম আমরা ১০/১২ জন শ্রমিকদুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটে
এতে ঘটনাস্থলেই আনোয়ারুল হকের মৃত্যু হয়আমাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেচৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছেতার মধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে? মজিবুর রহমান নামের আরেক জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে



কালাইয়ে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় চলতি মৌসুমে সংরক্ষিত আলুর জন্য হিমাগারের  ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।  গত রোববার জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই পৌরসভার আর বি হিমাগারের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন আলুচাষি ও ব্যবসায়ীরাআলুচাষি আব্দুল আজিজ মণ্ডল, ফজলুল হক, রকি মিয়া, মাফু, বেলাল হোসেন, রানা মিয়া, আব্দুল মোত্তালেব, সাইফুল, জহুরুল, মোস্তাফিজুর রহমান, আয়নাল, আলিমসহ অনেকে জানান, গত বছর আলু সংরক্ষণের ভাড়া ছিল প্রতি কেজি ৪ টাকাপ্রতি বস্তা ছিল ২৭০ থেকে ২৯০ টাকার মধ্যেকিন্তু এবার দাম বাড়িয়ে প্রতি কেজি সাড়ে পাঁচ টাকা ও বস্তাপ্রতি ৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছেতারা আরো জানান, উপজেলায় মোট ১১টি হিমাগার একই হারে ভাড়া বৃদ্ধি করেছে, যা পার্শ্ববর্তী জেলা এবং উপজেলাগুলোতে প্রতি বস্তা সংরক্ষণের জন্য ভাড়া নেয়া হচ্ছে ২৫০ থেকে ২৯০ টাকাঅতিরিক্ত ভাড়া কমিয়ে আগের ভাড়া নির্ধারণের দাবি জানান তারামানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন আলুচাষি ও ব্যবসায়ীরা



বগুড়ায় মাছের বরফে তৈরি নিম্নমানের শরবত বিক্রি
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দেদারছে বিক্রি হচ্ছে মাছের জন্য ব্যবহার করা বরফে তৈরি নিম্নমানের শরবতপ্রচণ্ড তাবদাহে শ্রমজীবী ও পথচারী মানুষেরা তৃষ্ণা মেটাতে নির্বিঘ্নে পান করছে এসব শরবতএই শরবতে নিম্নমানের বরফ, সেকারিন, ঘনচিনি, রং ও বীট লবণ মিশ্রণের কারণে মানুষের দেহে নানা সমস্যার ঝুঁকি বাড়ছে। 
জানা গেছে, বগুড়া শহরে যত্রতত্র বরফ ও বীট লবণ মিশ্রিত লেবু বা ইনস্ট্যান্ট পাউডার মিশ্রিত শরবত বিক্রি হচ্ছে দেদারছেতীব্র তাবদাহে এই শরবত সাধারণ পথচারীদের কিছুটা স্বস্তি দিলেও মানুষের শরীরের নানা সমস্যা সৃষ্টি হতে পারেশহরের সাতমাথা, বড়গোলার মোড়, জজকোর্ট, চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল, স্টেশনসহ প্রায় ৩০ থেকে ৩৫টি স্থানে প্রতিদিন এসব শরকত বিক্রি হচ্ছেএছাড়াও পাড়া-মহল্লায় অসংখ্য শরবতের দোকান যার অধিকাংশই ভ্রাম্যমাণছোট ভ্যানের ওপর একটি ফিল্টার, কিছু লেবুসহ নিম্নমানের বরফ এবং বিভিন্ন কোম্পানির ইনস্ট্যান্ট পাউডারের ছোট প্যাকেট দিয়েই সাজানো হয়েছে ভ্রাম্যমাণ এসব দোকানশরবত তৈরিতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধিক্রেতাদের আকৃষ্ট করতে খোলা অবস্থায় ভেঙে রাখা হয়েছে বেলগুলোধুলোবালি মাখা এসব বেল দেয়া হচ্ছে শরবতেশরবত বিক্রেতা রমজান আলী জানান, শরবত তৈরিতে বিভিন্ন কোম্পানির ইনস্ট্যান্ট পাউডার ব্যবহার করা হয়এটা স্বাস্থ্যসম্মত কি না জানা নেইএই গরমে শরবতের চাহিদা প্রচুরতিনি আরও জানান, ফতেহ আলী বাজারের বরফকলগুলোতে দুই ধরনের বরফের পাটালী পাওয়া যায়একটি মাছ সংরক্ষণ ও অপরটি খাবার জন্যএর মধ্যে মাছ সংরক্ষণের জন্য তৈরি বরফের মূল্য তুলনামূলক অনেক কমরিকশা চালক আব্দুস সাত্তার জানান, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে শরবত খাচ্ছিশরবত পান করে তৃষ্ণা এবং তুপ্তি দুটোই পাইএতে স্বাস্থ্যঝুঁকি আছে কি না তা জানা নেইভালো লাগে তাই খাই। 
ফতেহ আলী বাজারের বরফকল মিলের কর্মচারী জানান, চেনা অচেনা অনেক মানুষ আমাদের বরফ মিলে এসে বরফ কিনে নিয়ে যায়কি কাজের জন্য কিনছে তা জানা যায় নাআমাদের বরফ মিলে সাধারণত মাছ সংরক্ষণের জন্য আর খাবারের জন্য দুই ধরনের বরফ তৈরি করে করা হয়।  মাছ ব্যবসায়ী পাশাপাশি কিছু অচেনা মানুষ আসে বরফ নিতেতারা কি কাজে ব্যবহার করে এটা জানা নেইতবে শুনেছি শহরের মধ্যে লেবু পানি বিক্রি করে এমন অনেকেই বরফ কিনে নিয়ে যাচ্ছেজাতীয় ভোক্তা অধিকার বগুড়া জেলা সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণের বরফ ও অনুমোদনহীন ইনস্ট্যান্ট পাউডার মিশিয়ে শরবত বিক্রির বিষয়টি আমাদেরও নজরে এসেছেআমরা অচিরেই ব্যবস্থা নিবো।  সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, চলমান তাবদাহের সময়ে স্বাভাবিক ও নিরাপদ খাবার পানির বিকল্প নেইগরমে অতিরিক্ত ঠান্ডা, বরফ পানি কিংবা অনিরাপদ পানি পান করলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে য়ায়স্বাস্থ্যঝুঁকি কমাতে বাইরের কৃত্রিম ফ্লেভারযুক্ত শরবত থেকে দূরে থাকায় উচিত





রাজশাহীতে স্বাচিপের ৪ জেলার সম্মেলন
রাজশাহী প্রতিনিধি
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছেগত রোববার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়সকালে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনপ্রধান বক্তা ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরীজেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাস এতে সভাপতিত্ব করেন
স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খানের পরিচালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ


রাজবাড়ীতে দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতএকই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানাঅনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়।  গত রোববার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় ঘোষণা করেনআসামিরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল মসজিদপাড়া গ্রামের মৃত আবজাল উদ্দিন খোকা মিয়ার ছেলে মো. আশ্রাফুল ইসলাম দুলাল ও একই উপজেলার বটতৈল মোড় পাড়া মো. সিরাজ খাঁ-এর ছেলে মো. আ. আলীম
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১১ সালের  ৫ ডিসেম্বর বিকালে এসআই আবু সায়েম গোয়ালন্দ পদ্মার মোড়  থেকে একটি প্রাইভেট কার থামিয়ে চালকসহ আওলাদ হোসেন এবং শাহ আলমকে আটক করে
এ সময় আসামিদের জিজ্ঞাসাবাদ করে বহনকারী প্রাইভেটকার তল্লাশি করে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেনপরে উপস্থিত সাক্ষিদের সাক্ষ্য গ্রহণ করে পুলিশ বাদী হয়ে গেয়ালন্দ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন।  
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ