ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু কর্মস্থলে শ্রমিকের মৃত্যু কমছে না আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা আমতলীতে প্রতিবন্ধীর জমি দখলের পায়তারা,সালিশ বৈঠকে বসে মারামারির অভিযোগ উঠেছে ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিয়মিত মাসোহারা নিচ্ছে পুলিশ ভিকারুননিসায় হিজাবকাণ্ড অভিযুক্ত সেই শিক্ষিকা বরখাস্ত প্রণোদনার বীজ আমদানিতে অমিত-বঙ্গ সিন্ডিকেট বহাল ৩০৯ আবেদনের নিষ্পত্তি
হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’

চালকের সহকারীও গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ১২:৪৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ১২:৪৩:৩৭ পূর্বাহ্ন
চালকের সহকারীও গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চালকের পর পালিয়ে যাওয়া সহকারীকেও গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে সিলেটের দক্ষিণসুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম জানিয়েছেন। গ্রেপ্তার লিটন মিয়া (২৬) সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা। তিনি একই ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসচালক সাব্বির মিয়ার সহকারী। সাব্বির নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার বাসিন্দা। কেএম শহিদুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে। তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।” এর আগে রোববার রাতে নবীগঞ্জ-শেরপুর আঞ্চলিক সড়কে চলন্ত বাসের যাত্রী কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে চালক ও তার সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী গত সোমবার সকালে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহার বলা হয়েছে, ওই ছাত্রী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। গত রোববার দুপুরে ঢাকা থেকে বাসে করে তিনি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। তার শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও বাসে ঘুমিয়ে পড়েছিলেন। পরে তিনি শেরপুর এলাকায় নেমে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি লোকাল বাসে ওঠেন। বাসটি রাত ১০টার দিকে আউশকান্দি এলাকায় পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান। এ সময় বাসচালক সাব্বির ও তার সহকারী লিটন চলন্ত বাসে ছাত্রীটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এনাতাবাদ এলাকায় বাসটি থামান। পরে চালক সাব্বিরকে আটক করে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় পুলিশে সোপর্দ করে স্থানীয়রা । তবে এ সময় চালকের সহকারী লিটন পালিয়ে যান। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় নবীগঞ্জ থানায় গত সোমবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য