ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

ফেনী জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০২:৪১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০২:৪১:১২ অপরাহ্ন
ফেনী জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা ফেনী জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা
ফেনী থেকে মফিজুর রহমান
প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগ ২০২৩ সালের এপ্রিল মাসে ফেনী জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করা হয়েছিলযথাযথ প্রচার-প্রচারণার অভাবে শুরু থেকেই এ কার্যক্রম তেমন একটা আলোর মুখ দেখেনিএ চিকিৎসকদের পরামর্শ ফি বকেয়া, চিকিৎসক সংকট ও নানা অব্যবস্থাপনার কারণে জটিলতা দেখা দিয়েছে এ বিশেষ সেবা কার্যক্রমেভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালটিতে বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেয়ার কথা বিশেষজ্ঞ চিকিৎসকদেরএতে একজন সিনিয়র কনসালটেন্টের পরামর্শ ফি ৪০০ টাকা, জুনিয়র কনসালটেন্টের ৩০০ টাকা, এমবিবিএস-বিডিএসের ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয় সরকারএ কার্যক্রমে সরকার নির্ধারিত পরামর্শ ফি থেকে একটি অংশ সম্মানী হিসেবে চিকিৎসকরা পাওয়ার কথা থাকলেও গত ৬ মাস ধরে চিকিৎসকরা ওই টাকা পাচ্ছেন নাএতে বৈকালিক স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসকদের মাঝে দেখা দিয়েছে অনীহাফলে গত চারদিন ধরে বন্ধ রয়েছে এ হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসক বলেন, সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ডে ভর্তি রোগী দেখতে হয়
সরকারি হাসপাতাল হওয়ায় বহির্বিভাগে সবসময় রোগীর অনেক চাপ থাকেএরপর বিকালে প্রাইভেট প্রতিষ্ঠানে রোগী দেখলে যে টাকা পাওয়া যায় তার অনেক কম টাকা পাওয়া যায় বৈকালিক স্বাস্থ্যসেবায়কিন্তু গত ৬ মাস ধরে আমরা সেই টাকাটাও পাচ্ছি নাতাই এটি যেহেতু চাকরির অংশ নয়, টাকা না পেলে কেন আমরা বাড়তি কাজ করব? ফেনী জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট জামাল উদ্দিন বলেন, প্রথম কয়েকমাস পরামর্শ ফি থেকে টাকা পেলেও বেশ কয়েক মাস ধরে টাকা দেয়া হচ্ছে নাসব ক্ষেত্রেই পারিশ্রমিক ছাড়া কেউই পরিশ্রম করতে চাইবে নাহাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ব্রজ গোপাল পাল বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবায় আমাকে মাসে একদিন চেম্বার করতে হয়এজন্য সরকার নির্ধারিত ফি থেকে একটি অংশ সম্মানী হিসেবে চিকিৎসকরা পেয়ে থাকেনগত ৩-৪ মাস ওই টাকা পাইনিটাকা কেন দেয়া হচ্ছে না সেটিও আমাদের অজানা
এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডা. মো. আসিফ ইকবাল বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছেএরমধ্যে সাম্প্রতিক সময়ে ৬-৭ জন চিকিৎসক বদলি হয়েছেযার কারণে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ রাখা হয়েছেনতুন করে চিকিৎসক পদায়ন না হওয়া পর্যন্ত এ স্বাস্থ্যসেবা বন্ধ থাকবেহাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ কথাটি পুরোপুরি সঠিক নয়স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কারণে এটি আপাতত বন্ধ বা ধীরগতিতে চলছেযে নির্দেশনার ভিত্তিতে এতদিন সেবা কার্যক্রম চলেছে সেটি পরিবর্তনের প্রস্তাব রয়েছেএইজন্য সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছেচিকিৎসকদের পরামর্শ ফির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে যে প্রজ্ঞাপন দেয়া হয়েছিল আমরা সেই অনুযায়ী চিকিৎসকদের টাকা দিয়েছিএখন আবার আমাদের ওই টাকা দিতে নিষেধ করা হয়েছেতাই বন্ধ রাখা হয়েছেএ ছাড়া কে কত টাকা পাবে সেটি অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রের মাধ্যমে নতুন আরেকটি প্রজ্ঞাপন হবেসে অনুযায়ী টাকা দেয়া হবেএতদিনের সব টাকাই সংরক্ষিত আছেআদেশ পেলে সবাইকে দিয়ে দেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ