ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

টম ক্রুজের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ব্র্যাড পিট

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৪০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৪০:৩৪ অপরাহ্ন
টম ক্রুজের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ব্র্যাড পিট
একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালের জনপ্রিয় হরর-ড্রামা ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি হলিউডের দুই সুপারস্টার ব্র্যাড পিট ও টম ক্রুজকে। অবশেষে বহুদিন পর সেই সম্ভাবনার কথা জানালেন ব্র্যাড পিট। তবে সঙ্গে শর্তও জুড়ে দিয়েছেন তিনি। টম ক্রুজের মতো উড়োজাহাজ থেকে ঝুলে ঝুলে স্টান্ট করবেন না! মেক্সিকোয় নতুন সিনেমা ‘এফ১’-এর প্রিমিয়ারে পিট বলেন, ‘টমের সঙ্গে অবশ্যই আবার কাজ করতে চাই। তবে শর্ত একটাই, মাটিতে থাকতে হবে! আমি উড়োজাহাজ থেকে ঝুলে পড়া কিংবা এমন পাগলামি কিছু করব না।’ নিতান্তই রসিকতায় এই মন্তব্য করেছেন পিট। তবে তাতে বাস্তবতার ছাপও স্পষ্ট। কারণ টম ক্রুজ হলিউডে পরিচিত তার মৃত্যুঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য। সাম্প্রতিক ‘মিশন: ইম্পসিবল - দ্য ফাইনাল রেকনিং’ ছবিতেও দেখা গেছে কীভাবে উড়ন্ত প্লেন থেকে ঝুলেছিলেন তিনি। এদিকে ব্র্যাড পিটের ‘এফ১’ পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি, যিনি টম ক্রুজের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এরও পরিচালক। ‘টপ গান’ ২০২২ সালে বিশ্বব্যাপী আয় করেছিল ১৪০০ মিলিয়ন ডলার। জোসেফ কোসিনস্কি সম্প্রতি ‘জিকিউ’ ম্যাগাজিনে বলেন, তার পরিকল্পনা ছিল এক সময় ‘ফোর্ড ভার্সেস ফেরারির’ জন্য টম ক্রুজ ও ব্র্যাড পিটকে একসঙ্গে কাস্ট করা। কিন্তু বাজেটের কারণে সে পরিকল্পনা বাতিল হয়। ছবিটির গাড়ির অ্যাকশন সুপারভাইজার গ্রাহাম কেলি বলেন, ‘টম সবসময় সীমা ছাড়িয়ে যায়। এটা নির্মাতাদের জন্য অনেক চাপের। আমি বহু ‘মিশন: ইম্পসিবল’ ছবিতে তার সঙ্গে কাজ করেছি। ব্র্যাড সেদিক থেকে অনেক বেশি হিসেবি। সে নিজের সীমাবদ্ধতা জানে এবং বোঝে।’ ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ১’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুন। অন্যদিকে টম ক্রুজ তার ‘মিশন: ইম্পসিবল’ দিয়ে গ্রীষ্মকালীন ব্লকবাস্টার শুরু করে দিয়েছেন মে মাসেই। এখন দেখার পালা, নতুন কোনো ছবিতে এই দুই মহাতারকাকে আবার একসঙ্গে দেখা যায় কিনা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স