ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

প্রথম সিনেমাতেই বাজিমাত ফারিণ-সাবিলার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৩৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৭:৩৭:০০ অপরাহ্ন
প্রথম সিনেমাতেই বাজিমাত ফারিণ-সাবিলার
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। দুজনকেই টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে দেখা যেত। সাবিলা থেকে জুনিয়র হলেও সিনেমায় আগেও দেখা গিয়েছিল ফারিণকে। তবে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় এ দুই অভিনেত্রীকে দেখা যায়নি। এবারের ঈদে ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’ দিয়ে মূলধারার বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে তাদের অভিষেক হলো। শাকিব খান ও শরীফুল রাজের বিপরীতে দুজনকে পর্দায় দেখা গেছে। দর্শক তাদের ভালোভাবেই নিয়েছেন। এ কারণে দুই নায়িকার বৃহস্পতি তুঙ্গে। সাবিলা ও ফারিণের জীবনে এবারের ঈদটাও তাই অন্য রকম। অন্যান্যবার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকলেও দুজনকে এবার প্রেক্ষাগৃহে ছুটতে হয়েছে। ছবি দেখতে আসা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। হাসিমুখে ছবি তুলেছেন। গত ঈদুল ফিতরের সময় ‘তাণ্ডব’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পান সাবিলা। পরিচালক রায়হান রাফী গল্প শোনান। সাবিলা বললেন, ‘ছবিটা সম্পর্কে আগে থেকেই জানতাম। ছবিতে যেহেতু মেগাস্টার শাকিব খান আছেন, তাই গল্প শোনামাত্র রাজি হয়ে যাই। আমার কাছে মনে হয়েছে, এ সুন্দর সুযোগ না বলাটা মোটেও ঠিক হবে না। দুটি চমৎকার গানও ছিল। চমৎকার সব অভিনয়শিল্পীও ছিলেন।’ তাসনিয়া ফারিণ শুরুর দিকে ‘ফাতিমা’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। ধ্রুব হাসান পরিচালিত ছবিটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দেশে মুক্তির আগে ছবিটি দেশের বাহিরের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ও পুরস্কার অর্জন করে। তবে দেশের আগেই কলকাতার প্রেক্ষাগৃহে ফারিণের অভিষেক হয়েছে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে। এ ছবির জন্য ভারতে পুরস্কারও পান ফারিণ। গত ঈদে কাজল আরেফিনের ওয়েব ফিল্ম মায়ায় অভিনয় করেন ফারিণ। তখন তিনি বলেছিলেন, এটি বাণিজ্যিক সিনেমায় আসার আগের মহড়া। ইনসাফ সিনেমায় পুলিশ কর্মকর্তা জাহান খান চরিত্রে দেখা গেছে ফারিণকে। কয়েকটি অ্যাকশন দৃশ্যও করেছেন। তাই সিনেমাটি ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে বেশ কয়েকবার আহতও হয়েছেন। অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে যাই, তখন শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়েছে। অ্যাকশন পরিচালকদের সঙ্গে আলাদা করে ধারণা নিতে হয়েছে। ক্যামেরার সামনে অ্যাকশন দৃশ্যে অভিনয় করাটা একেবারেই আলাদা অভিজ্ঞতা। সত্যি বলতে, এ দৃশ্যগুলো করতে গিয়ে একাধিকবার আঘাত পেয়েছি।’ ফারিণের ভাষ্য, ‘আমি নিজেকে সব সময় ভিন্ন জায়গায় নিতে চেয়েছি। এখন আমার ধ্যানজ্ঞান সিনেমা। সেই জায়গা থেকে মনে হয়েছে, “ইনসাফ”আমাকে ভিন্ন একটি জায়গা তৈরি করে দিতে পেরেছে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স