 
                            
                        ইরান-ইসরায়েল সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র -ট্রাম্প
- আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০২:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০২:৪৬ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                            
                               যুক্তরাষ্ট্র ‘এই মুহূর্তে’ সংঘাতে (ইরান-ইসরায়েলের) জড়িত নয় বলে নিশ্চিত করার পর, সংবাদমাধ্যম এবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা সম্ভব যে, যুক্তরাষ্ট্র জড়িত হতে পারে’। যদিও ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র কখন বা কীভাবে জড়াতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির। 
রিপোর্ট অনুসারে, ট্রাম্প আরও বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দুই পক্ষের (ইরান-ইসরায়েল) মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দেখার জন্য ‘উন্মুক্ত’ থাকবেন। ট্রাম্প আরও বলেন, ‘তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন। আমরা এটি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি।’ ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইরান ও ইসরায়েলর একটি চুক্তি করা উচিত এবং তারা চুক্তি অবশ্যই করবে। তিনি বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার পাশাপাশি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্র সাহায্য করে আসছে। যদিও উভয় যুদ্ধ এখনও চলছে।’ একইভাবে, ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে জানান ট্রাম্প। এ নিয়ে অনেকের সাথে ফোনে কথা হচ্ছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি অনেক কিছু করি, এবং কখনও কোনো কিছুর জন্য কৃতিত্ব পাই না। তবে সমস্যা নেই, জনগণ ঠিকই বোঝে।’ এদিকে ক্রেমলিনের বিনিয়োগ-বিষয়ক দূত কিরিল দিমিত্রিভ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলাদাভাবে বলেছেন, রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে ‘মূল ভূমিকা’ পালন করতে পারে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  দৈনিক জনতা ডেস্ক :
 দৈনিক জনতা ডেস্ক :  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                