 
                            
                        রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকায় উদীয়মান উদ্ভাবকরা অঙ্কুরেই হারিয়ে যাচ্ছে : রিজভী
চট্টগ্রামে ড্রোন নির্মাতা আশিরের পাশে তারেক রহমান
- আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ১২:০৯:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ১২:০৯:৩৩ পূর্বাহ্ন
 
                                  
                     
                             
                            
                            রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা না থাকায় উদীয়মান উদ্ভাবকরা অঙ্কুরেই হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমাদের দেশে, সমাজে কত জেমস ওয়ার্ড, রাইড ভ্রাত্রিদয়ের জন্ম হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে উদীয়মান ক্ষুদে বিজ্ঞানীরা অঙ্কুরেই হারিয়ে যাচ্ছে। এই যে প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজ পড়ুয়া ছেলে (আশির) ড্রোন আবিষ্কার করেছে। বিশ্বে এখন বিভিন্ন কারণে ড্রোনের কদর বাড়ছে। তার এই আবিষ্কার সমগ্র সজাতিকে অনুপ্রাণিত করেছে।’ গতকাল সোমবার সকালে চট্টগ্রামের বাঁশখালীর খুদে বিজ্ঞানী আশির উদ্দিন ও তার পরিবারের সাথে দেখা করতে এসে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আজ দেশের কেউ বিজ্ঞানে, কেউ প্রকৌশলে কেউ সঙ্গীতে, শিল্পে একের পরে এক অবদান রেখে যাচ্ছে। সারা বিশ্বে এমন প্রতিভাবানরা আলো ছড়াচ্ছে।’ তিনি বলেন, ‘আশিরের এই আবিষ্কার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানকে অনুপ্রাণিত করেছে। তারই নিদের্শে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন নির্মাতা’ মোহাম্মদ আশির উদ্দিনের পাশে আমরা বিএরপির পরিবারসহ বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাতে এসেছি।’ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং পাশাপাশি তার আরো বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। এ সময় মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসেনী, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
 কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্টাফ রিপোর্টার
 স্টাফ রিপোর্টার  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                