ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ
চলতি বছরজুড়ে মিলবে এই সুবিধা

শ্রমিকদের জন্য আরও চার রুটে বিমানের বিশেষ ভাড়া

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন
শ্রমিকদের জন্য আরও চার রুটে বিমানের বিশেষ ভাড়া
উত্তরা থেকে মঞ্জুর মোল্লা
মালয়েশিয়া ও সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ছয় দেশে কেবল প্রথমবার যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা মিলবে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি বলেছে, রেমিটেন্স যোদ্ধারা একমুখী যাত্রার এই সুবিধা পাবেন চলতি বছরজুড়ে।
এর আগে মালয়েশিয়া ও সৌদি আরবের জন্য এই সুবিধার মেয়াদ ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ঠিক করা হয়েছিল। তবে বিমান বাংলাদেশ এখন বলছে, এই দুই দেশে যাওয়ার ক্ষেত্রেও ৩১ ডিসেম্বর পর্যন্ত রেয়াতি ভাড়া সুবিধা মিলবে।
ওয়ার্কার ফেয়ার নামের এ উদ্যোগের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (ট্যাক্স বাদে) ধরা হয়েছে ৩৬০ মার্কিন ডলার। আর মালয়েশিয়ার ক্ষেত্রে এই পরিমাণ ১৫০ ডলার। আর ঢাকার বাইরে থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার। সাধারণভাবে ট্রাভেল এজেন্টদের কাছে এখন ঢাকা থেকে সৌদি আরবের টিকেট কিনতে বর্তমানে ৪০০ থেকে ৪৮০ ডলার ভাড়া গুনতে হয়। আর মালয়েশিয়ার ক্ষেত্রে খরচ পড়ে ৩০০ থেকে ৩৫০ ডলার। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, মালয়েশিয়া ও সৌদি আরব রুটে এই সুবিধা চালুর সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড বা বিএমইটি’র সত্যায়নের বাধ্যবাধকতা ছিল। তবে এখন সেটি সহজ করা হয়েছে। তিনি বলেন, প্রবাসী শ্রমিক হিসেবে যাচ্ছে, সেটি প্রমাণ করতে পারলেই এখন এই সুবিধা মিলবে। বিএমইটি সত্যায়নের বাধ্যবাধকতা নেই। তবে আগের মতোই ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই বিশেষ ভাড়া সুবিধা পাবেন না।
নতুন চার রুটের ভাড়ার বিষয়ে জানতে চাইলে রওশন বলেন, আরবিডি ‘টি’ লেয়ারের ভাড়া ধরা হবে। অর্থাৎ, সর্বনিম্ন যে ভাড়া, সে হারে ভাড়া নির্ধারণ করা হবে। তবে এক ফ্লাইটে একসঙ্গে সবাইকে এ সুবিধা দেয়া সম্ভব হবে না। হয়তো একটি নির্দিষ্ট সংখ্যক আসনের জন্য প্রবাসী শ্রমিকরা এই সুবিধা পাবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই সুবিধা মিলবে। কেউ যদি একটি ফ্লাইটে এই সুবিধা না পান, সেক্ষেত্রে পরের ফ্লাইটে তিনি এ সুবিধা নিতে পারবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য