ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

মোসাদের দুই গুপ্তচরকে আটক করেছে ইরান

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ১২:২০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ১২:২০:৪৯ পূর্বাহ্ন
মোসাদের দুই গুপ্তচরকে আটক করেছে ইরান
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আটকদের ইরানের আলবোর্জ প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই দুই ব্যক্তি ‘বিদেশি নির্দেশনায়’ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ইলেকট্রনিক সরঞ্জাম এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করা হয়েছে। আটকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তাদের দেশীয় আইনে সন্ত্রাসবাদ, বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগে বিচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে থাকা ইরান অতীতেও বহুবার মোসাদ-সংশ্লিষ্ট সন্দেহে ব্যক্তি গ্রেফতার ও কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করতে গিয়ে যেসব নাশকতা ও গুপ্তহত্যা সংঘটিত হয়েছে, তার পেছনে মোসাদের হাত রয়েছে বলে দাবি করে আসছে তেহরান। ২০২০ সালে তেহরানে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার জন্যও ইসরায়েলকে দায়ী করেছিল দেশটি। এছাড়াও একাধিকবার নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে মোসাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করে ইরানের গোয়েন্দা বিভাগ। সর্বশেষ এ ঘটনার মাধ্যমে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর সতর্ক নজরদারি ও মোসাদবিরোধী তৎপরতার আরেকটি দৃষ্টান্ত প্রকাশ পেল। ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক কয়েক দশক ধরেই চরম বৈরিতায় পরিণত হয়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সিরিয়া ও লেবাননের মতো তৃতীয় পক্ষের মাটিতে ছায়াযুদ্ধের মাধ্যমে এই উত্তেজনা দীর্ঘদিন ধরে চলমান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স