ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ১২:১৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ১২:১৮:২০ পূর্বাহ্ন
১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে গতকাল রোববার থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেছেন। গতকাল রোববার সকাল ৯টা থেকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় শতভাগ কর্মকর্তা-কর্মচারীই কাজে যোগ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়েই অধিকাংশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা অফিসে উপস্থিত হন। তবে কয়েকজন উপদেষ্টাকে সকাল ১০টার পর সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় দেশে নির্বাচনকালীন সরকার না থাকায় অধিকাংশ উপদেষ্টাই ঈদের সময় ঢাকায় অবস্থান করেছেন। ফলে আজ অফিস খোলার দিনে কাউকে অনুপস্থিত পাওয়া যায়নি। অফিসে এসে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে। ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের কথায় ও আচরণে ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে আজ দেশের সরকারি দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন, তারা বেশিরভাগই ঢাকায় ফিরে কাজে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় ৭ জুন (শুক্রবার)। এর আগে ৪ জুন (মঙ্গলবার) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। পরদিন ৫ জুন (বুধবার) থেকে শুরু হয় ঈদের ছুটি, যা শেষ হয় গতকাল রোববার। ফলে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান সরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির পাশাপাশি দেশের সব গণমাধ্যমেও ছিল ঈদের ছুটি। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমের ঈদের ছুটি ছিল ৫ দিন-যা শেষ হয় ৯ জুন (রোববার)। এর আগে ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় যে, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। পাশাপাশি ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখা হয় ছুটির সমন্বয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৭ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সবমিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেয়েছেন ঈদ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি। দীর্ঘ এ বিরতির পর আজ সচিবালয়ে ফিরে কাজে ফিরেছেন সবাই, ফিরেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্যও।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ