ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
কোরবানির ঈদের ছুটির পর খুলছে অফিস-আদালত

শেষ মুহূর্তে রাজধানীতে মানুষের স্রোত

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ১০:৩৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১১:৪৮:৫৪ অপরাহ্ন
শেষ মুহূর্তে রাজধানীতে মানুষের স্রোত
* স্বস্তিতে ফেরার যাত্রায় রাজধানীতে ঢুকতেই ভোগান্তি * প্রবেশমুখে যানজট সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ * ছুটি শেষ, যাত্রী-যানবাহনে ব্যস্ত হচ্ছে রাজধানী


কোরবানির ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের স্রোত অব্যাহত রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল বিশেষত বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও খুলনাসহ বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ ঢাকায় ফিরছেন। তবে শেষ মুহুর্তে স্বস্তিতে ফেরার যাত্রায় রাজধানীতে ঢুকতেই ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ যাত্রীদের। গতকাল রোববার সরেজমিনে যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও ধোলাইরপাড় ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ এখন অনেক সহজ হলেও ঢাকায় ঢুকেই তারা ভোগান্তির শিকার হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এবার ছুটি বেশি থাকায় ধীরেসুস্থে কর্মস্থলে ফিরেছেন পরিবারের সঙ্গে কাটানো মানুষেরা। গত শুক্র ও শনিবার যাত্রীদের চাপ বেশি ছিল। তবে গতকাল অফিস খোলার দিনেও যাত্রীদের অতিরিক্ত চাপ অব্যাহত ছিল। এবার অন্যান্য শ্রেণি-পেশার মানুষ আগে ঢাকায় ফিরলেও শেষ মুহূর্তে ফিরছেন চাকরিজীবীরা। গতকাল বেশির ভাগ অফিস-আদালত খুলেছে। ফলে যাত্রীরা সকাল থেকেই ঢাকায় ফিরছেন, যার কারণে বাস টার্মিনালগুলোতে ছিল ব্যাপক ভিড়।
যাত্রীরা জানান, যাত্রী সংখ্যা বেশি হলেও সড়কে যানজট বেশি ছিল না। স্বস্তিতেই ঢাকায় প্রবেশ করেছেন। তবে বিপত্তি হচ্ছে, রাজধানীর গণপরিবহন সংকট। জ্যাম আর তাপপ্রবাহে ভোগান্তি বেড়েছে। শুধু তাই নয়, যুক্ত হয়েছে রাজধানীর দু চাকা, তিন চাকার পরিবহন ভাড়ার নৈরাজ্য। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীসাধারণের।
বরিশালের মুলাদি থেকে ঢাকায় ফিরছেন শফিকুল আলম। তিনি বলেন, রাজধানীর ধোলাইপাড় পর্যন্ত ভালোভাবেই এসেছি। এখন গাড়ি পাচ্ছি না। সিএনজি-অটোরিকশা অতিরিক্ত ভাড়া হাঁকছে। এছাড়া তিনি অভিযোগ করেন, বাসগুলো স্টেশনের আগেই যাত্রীদের নামিয়ে দেন। ফলে ভারী ব্যাগ, বস্তাগুলো স্টেশন পর্যন্ত হাতে করে নিতে হয়। যা অনেক কষ্টসাধ্য। রফিকুল ইসলাম নামে অপর যাত্রী বলেন, আমি সিলেট থেকে এসেছি। আজকেই আমার অফিস চালু। তবে সময় মতো আসতে পারিনি। বাসে অতিরিক্ত ভাড়া নিয়েছে কি-না জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। কুমিল্লা থেকে আসা নারগিস বলেন, পথে ভোগান্তি তেমন ছিল না। গরম বেশি পড়ছে, তাই অস্বস্তি লাগছে। কিন্তু এখান থেকে উত্তরা যাওয়ার গাড়ি পাচ্ছি না। সিএনজি অতিরিক্ত ভাড়া চাচ্ছে।
এদিকে ঢাকায় প্রবেশমুখে যানজট সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। দক্ষিণাঞ্চলের ফেরত যাত্রীর ঢল এবং একযোগে অফিসগামীদের চাপ সামাল দিতে কষ্ট হচ্ছে বলেই জানাচ্ছেন তারা। তবে রাজধানীমুখী মানুষের ফেরা রোববারও অব্যাহত ছিল। রাজধানীতে ঢুকেই নতুন করে যুক্ত হচ্ছে জ্যাম, অতিরিক্ত ভাড়া এবং অফিসগামী চাপের ভোগান্তি। এসব বিষয়ে প্রশাসনের আগেই উদ্যোগ নেয়া দরকার ছিল।
লম্বা ছুটি ঘিরে কোরবানির ঈদের দুদিন আগে থেকে ফাঁকা হতে শুরু করেছিল ঢাকা। টানা দশদিনের ছুটি পেয়ে ঈদ করতে যারা ঢাকা ছেড়ে ছিলেন, তাদের বেশিরভাগই রাজধানীতে ফিরে এসেছেন। তাই এই শহরও মানুষের চলাচলা ও ব্যস্ততায় চেনা রূপে ফিরতে শুরু করেছে। গতকাল রোববার খুলেছে অফিস আদালত, ব্যাংক পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব অফিস। তাই ঢাকায় বেড়েছে কর্মব্যস্ততা। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ থাকায়, বিভিন্ন সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট সেভাবে দেখা যায়নি। একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব বলছেন, মোহাম্মদপুর থেকে মতিঝিল আসতে আধা ঘন্টার মত সময় লেগেছে তার। অন্যদিন যেখানে লেগে যায় কমপক্ষে এক ঘণ্টা।
ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায় অনেকগুলো স্কুল-কলেজ, সেগুলো বন্ধ থাকায় রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই ছিল বলা যায়। রাজধানীর শ্যামলী, কলেজ গেইট, আসাদগেইট হয়ে ফার্মগেইট সড়কে যানবাহনের চাপ থাকলেও সিগন্যালে তা বেশিক্ষণ আটকে থাকছে না। এলিফেন্ট রোড থেকে মহাখালীর আমতলীর পথে যাতায়াতকারীদেরও যানজটের ভোগান্তির শিকার হতে হয়নি।
মিরপুর থেকে মাওয়া চলাচলকারী স্বাধীন পরিবহনের চালক ইয়াসিন বলছেন, ঢাকায় ঢুকতেই কষ্ট হইছে, অনেক সময় লাগছে। গুলিস্তানের দিকেও যানজট ছিল। কিন্তু এরপর মিরপুরের দিকে আসছি রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। সকালে আগারগাঁও থেকে গুলশানে অফিসে গেছেন আফরিন সুলতানা। তিনি বলেন, মহাখালীর দিকে কিছুটা যানজট পেয়েছি। মহাখালী থেকে গুলশানের পথে গাড়ির চাপ ভালই ছিল। তবে সেটাকে যানজট বলা যাবে না। ভাড়ায় কার চালক মো. শাকিল বলছেন, গুলশান থেকে ফার্মগেইট আইলাম। অন্যদিনের মত যানজট নাই, তবে গাড়ি ধীরে চলতেছে। কোরবানির ঈদ উদযাপিত হয়েছে ৭ জুন। ঈদের আগে ৫ জুন থেকে পরবর্তী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে সরকার। সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিওসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি দেয় ঈদ উপলক্ষে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ