ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায়

বাস কম যাত্রী বেশি, বাড়তি টাকা দিয়েও মিলছে না টিকিট

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০২:৩৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০২:৩৮:৩৭ অপরাহ্ন
বাস কম যাত্রী বেশি, বাড়তি টাকা দিয়েও মিলছে না টিকিট
সাতক্ষীরা প্রতিনিধি ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চরম দুর্ভোগে পড়েছেন সাতক্ষীরার ঢাকামুখী যাত্রীরা। সড়কই একমাত্র যোগাযোগ মাধ্যম হওয়ায় চাহিদার তুলনায় বাস সংকট দেখা দিয়েছে। বাড়তি ভাড়া দিয়েও টিকিট মিলছে না বলে অভিযোগ যাত্রীদের। সাতক্ষীরা শহরের সঙ্গিতা মোড়, নিউ মার্কেট ও বাস টার্মিনাল এলাকায় কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাক্সিক্ষত বাসের টিকিট। সাতক্ষীরা থেকে ঢাকায় যাওয়ার কোনো রেল বা নৌপথ নেই। ফলে যাত্রীদের একমাত্র ভরসা সড়ক পথে বাস সার্ভিস। ঈদের ছুটির পর রাজধানীমুখী মানুষ বাড়তে থাকায় বাসের ওপর চাপ বেড়েছে কয়েকগুণ। ঢাকাগামী যাত্রী আব্দুর রহমান পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলাম। এখন ফিরে যেতে হবে। সকালে এসেছি, দুপুর হয়ে গেলো, টিকিট পাইনি। কেউ কেউ দুই-তিনশ টাকা বেশি দিচ্ছে, তবুও সিট মিলছে না। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শহিদুল ইসলাম বলেন, প্রতিবারই এই সময় এমন হয়। কিন্তু এবার সমস্যা বেশি। আগেভাগে টিকিট কেটে না এলে এখন আর যাওয়ার উপায় নেই। অফিসে না গেলেও সমস্যা হবে। অপর যাত্রী আয়েশা বেগম বলেন, মেয়েকে নিয়ে ঢাকায় যাব। ওর বাবা সরকারি চাকরি করে। সে ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় চলে গেছে। রোববার থেকে মেয়ের স্কুল খোলা। কিন্তু বাস নেই, সকাল থেকে কাউন্টারগুলোতে ঘুরে একটি কাউন্টারে রাতের গাড়িতে দুটি সিট পেয়েছি। এখন বাড়ি ফিরে যাব। রাতে আবার এখানে আসতে হবে। সাতক্ষীরা-ঢাকা রুটে পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান কে-লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. সোহেল বলেন, সাতক্ষীরা থেকে গড়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বাস ঢাকায় চলাচল করছে। কিন্তু এবারের ঈদে যাত্রী সংখ্যা অনেক বেশি। যে যাত্রীরা আগে থেকে টিকিট কেটেছেন, তাদেরকেই আগে পাঠানো হচ্ছে। একটি বাস ঢাকায় গিয়ে আবার ফিরে এসে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছে। তিনি আরও জানান, আগেভাগে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না থাকলেও অতিরিক্ত যাত্রী ও সময়াভাবে কেউ কেউ সুযোগ নিচ্ছে, যা কোম্পানির নীতিমালার বাইরে। তবে আমরা বিআরটিএ নির্ধারিত ভাড়া নিয়ে অগ্রিম টিকিট বিক্রি করেছি। অনেক যাত্রী অভিযোগ করেছেন, কাউন্টারগুলোতে নেই পর্যাপ্ত ব্যবস্থাপনা বা সুনির্দিষ্ট তথ্যসেবা। কোন বাস কখন ছাড়বে, কবে টিকিট মিলবে সেটা জানতেও হিমশিম খেতে হচ্ছে। ভোগান্তির এ সময় প্রশাসনের নজরদারি এবং পরিবহন সমন্বয় জরুরি বলে মত দেন তারা। ঈদের পর কর্মস্থলে ফেরার এ বাস্তবতা সাতক্ষীরার হাজারো মানুষকে বিপাকে ফেলেছে। শুধুমাত্র সড়কপথ নির্ভরতা, বাসের স্বল্পতা ও টিকিট ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা না থাকায় দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত ভাড়া ও মানসিক চাপ এখন ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে অনেকের।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য