ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের শেখ হাসিনাসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু শব্দ সন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রমের অনুমোদন পেল ইসি বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে-চীনা রাষ্ট্রদূত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়লেও কমানো হয়েছে বরাদ্দ আমতলিতে মির্জাগঞ্জ দরবার শরীফের দান বাক্সের টাকা চুরি ডুবে গেছে উপকূলীয় অঞ্চল এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ আরও ৭ জনের করোনা শনাক্ত গণহত্যায় দায়ী সবার বিচার করতেই হবে-সোহেল তাজ দুদকের সেই শরীফকে চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ এলজিইডির ২৫৭ প্রকৌশলীর নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম শুরু হচ্ছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের পাইলট প্রকল্প পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তাকে বদলি কয়রার পর্যটন কেন্দ্র অর্থনীতিতে অবদান রাখবে -জেলা প্রশাসক খুলনা কুমিল্লায় ৩ হত্যা ৮ আসামির তিনদিনের রিমান্ড সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আদেশ মানছে না প্রশাসন ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার

মে মাসে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সে ধস

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ১২:৫১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১২:৫১:৩৯ পূর্বাহ্ন
মে মাসে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সে ধস
কোরবানি ঈদের আগে মে মাসে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সে ধস নেমেছে। মে মাসেই পাস হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’। আর এ মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সের প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৮৩ শতাংশ কমে গেছে। মে মাসে দেশটি থেকে রেমিটেন্স হিসেবে এসেছে ২২ কোটি ৩০ লাখ ডলার, যেখানে গত বছরের একই মাসে ৩৩ কোটি ২০ লাখ ডলার এসেছিল। ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ওঠে মে মাসের ১৯ তারিখ। দশ দিন পর সেটি পাস হয়। এই আইনে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানোর (রেমিটেন্স) ওপর ৫ শতাংশ হারে কর বসানো হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ বা ব্যবসা সূত্রে সে দেশে থাকেন, তারাসহ এইচ-১বি ভিসা, এফ-১ ভিসাধারী এমনকি গ্রিনকার্ডধারীরাও এর আওতায় পড়বেন। যে কোনো অঙ্কের অর্থ পাঠালেই দিতে হবে কর। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স হিসেবে ৩৩ কোটি ৭০ লাখ ডলার এসেছিল। এক মাসের ব্যবধানে রেমিটেন্স কমেছে ৩২ দশমিক ৬৪ শতাংশ। মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৭ শতাংশ বেশি। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের (জুলাই-মে) হিসাবে প্রবাসী আয়ে ২৮ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। মে মাসে সবচেয়ে বেশি ৫৩ কোটি ৩৩ লাখ ডলারের রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। যুক্তরাষ্ট্র থেকে এসেছে পঞ্চম সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের রেমিটেন্স আসার অন্যতম বড় উৎস যুক্তরাষ্ট্র। সেখানে আনুমানিক ৩ লাখ বাংলাদেশি বসবাস করেন। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ৩৯৪ কোটি ডলার রেমিটেন্স এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১২ কোটি ডলার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তার আগে ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৬ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। ওই অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আরব আমিরাত থেকে, ৪৬০ কোটি ডলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের

বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের