ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মে মাসে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সে ধস

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ১২:৫১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১২:৫১:৩৯ পূর্বাহ্ন
মে মাসে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সে ধস
কোরবানি ঈদের আগে মে মাসে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সে ধস নেমেছে। মে মাসেই পাস হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’। আর এ মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সের প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৮৩ শতাংশ কমে গেছে। মে মাসে দেশটি থেকে রেমিটেন্স হিসেবে এসেছে ২২ কোটি ৩০ লাখ ডলার, যেখানে গত বছরের একই মাসে ৩৩ কোটি ২০ লাখ ডলার এসেছিল। ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ওঠে মে মাসের ১৯ তারিখ। দশ দিন পর সেটি পাস হয়। এই আইনে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানোর (রেমিটেন্স) ওপর ৫ শতাংশ হারে কর বসানো হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ বা ব্যবসা সূত্রে সে দেশে থাকেন, তারাসহ এইচ-১বি ভিসা, এফ-১ ভিসাধারী এমনকি গ্রিনকার্ডধারীরাও এর আওতায় পড়বেন। যে কোনো অঙ্কের অর্থ পাঠালেই দিতে হবে কর। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স হিসেবে ৩৩ কোটি ৭০ লাখ ডলার এসেছিল। এক মাসের ব্যবধানে রেমিটেন্স কমেছে ৩২ দশমিক ৬৪ শতাংশ। মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৭ শতাংশ বেশি। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের (জুলাই-মে) হিসাবে প্রবাসী আয়ে ২৮ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। মে মাসে সবচেয়ে বেশি ৫৩ কোটি ৩৩ লাখ ডলারের রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। যুক্তরাষ্ট্র থেকে এসেছে পঞ্চম সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের রেমিটেন্স আসার অন্যতম বড় উৎস যুক্তরাষ্ট্র। সেখানে আনুমানিক ৩ লাখ বাংলাদেশি বসবাস করেন। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ৩৯৪ কোটি ডলার রেমিটেন্স এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১২ কোটি ডলার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তার আগে ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৬ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। ওই অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আরব আমিরাত থেকে, ৪৬০ কোটি ডলার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স