ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল-গয়েশ্বর ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৬ গুণ, মৃত্যু বেড়েছে ৪ গুণ আরও ৩ জনের করোনা শনাক্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৭ ইনুর ভয়েস রেকর্ড, ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার মাধ্যমিক স্তরে ‘ঝরে পড়া’র প্রবণতা বাড়ার ইঙ্গিত এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করবেন যেভাবে পরিবহন খাতে চাঁদাবাজি আগের মতোই চলছে প্রত্যাখ্যান হেফাজতের প্রতিহতের ঘোষণা অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা-ইউএনএইচসিআর মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা অনিশ্চত ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হওয়ার প্রস্তাবকে আইসিসির ‘না’

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৯:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৯:৪০:২৫ অপরাহ্ন
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হওয়ার প্রস্তাবকে আইসিসির ‘না’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হতে আইসিসি প্রস্তাব দিয়েছিল ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তুাব প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঐতিহাসিক ধারাবাহিকতায় আগামী তিনটি ফাইনালও (২০২৭, ২০২৯ ও ২০৩১) ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে। ভারত চেয়েছিল এই ফাইনাল নিজেদের দেশে আয়োজন করতে। দ্য টেলিগ্রাফ ইউকে এর এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিসি) এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে আইসিসি। এর আগে বিসিসিআইয়ের তরফ থেকে বারবার বলা হয়েছিল, যেন চ্যাম্পিয়নশিপ ফাইনাল বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশে ঘুরিয়ে ঘুরিয়ে আয়োজন করা হয়। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে কর্ণপাত করেনি। বরং ইংল্যান্ডে ফাইনাল আয়োজনের ঐতিহ্য ধরে রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এই সিদ্ধান্তটি আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। মজার বিষয় হলো, আয়োজক হলেও ইংল্যান্ড এখন পর্যন্ত একবারও ফাইনালে উঠতে পারেনি। কিন্তু বড় ধরনের আর্থিক লাভ, পরিবহন ও লজিস্টিকস সুবিধা থাকায় ইংল্যান্ডেই এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকে এরইমধ্যে দুটি ফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২১ সালে সাউদাম্পটনে প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। আর ২০২৩ সালে দ্য ওভালে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ২০২৭ সালের ফাইনালের জন্য প্রস্তুতি শুরু হবে চলতি আসর শেষ হওয়ার পর থেকেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স