ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

তারকাবিহীন দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৯:৩৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৯:৩৬:৩৬ অপরাহ্ন
তারকাবিহীন দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান খেলেছিল তাদের সবচেয়ে আলোচিত তিন তারকা- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে ছাড়া। আর এই ধারা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) যে ভবিষ্যতের পরিকল্পনায় এই অভিজ্ঞ তারকাদের জায়গায় নতুন মুখের উপর ভরসা রাখছে, তা স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন এবং নির্বাচক প্যানেল ভবিষ্যতের দল গঠনের লক্ষ্যে তরুণদের নিয়ে নতুন করে ভাবছে। ফলাফল? সামনের সিরিজগুলোতেও বাদ পড়তে পারেন বাবর-রিজওয়ানরা। আগামী মাসে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ হয়নি, তবে তার আগেই জোরালো আভাস পাওয়া যাচ্ছে এই সফরেও পাকিস্তান তাদের তারকা ব্যাটসম্যানদের ছাড়াই মাঠে নামতে পারে। শুধু বাংলাদেশ নয়, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যও একই রকম পরিকল্পনা করছে পিসিবি। দুই সিরিজের দল ঘোষণা করা হতে পারে আগামী সপ্তাহেই। উল্লেখ্য, বাবর ও রিজওয়ান সবশেষ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর নিউ জিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে খেলা ৮ টি-টোয়েন্টির একটিতেও দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে। সেই ম্যাচগুলোয় দলের নেতৃত্ব সামলেছেন সালমান আলী আগা। তবে শাহিন আফ্রিদির ব্যাপারটা খানিকটা ভিন্ন। নিউ জিল্যান্ড সফরে তাকে খেলানো হলেও সেখানেও ছিল হতাশাজনক পারফরম্যান্স। চার ম্যাচে মাত্র ২ উইকেট, ইকোনমি রেট ১০.২৩। এরপর বাংলাদেশের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়। পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে এটা নিছক বিশ্রাম নয় বরং নতুন দলে ভিন্ন কৌশল প্রয়োগের ইঙ্গিত। তরুণদের উঠে আসার সুযোগ করে দিতেই কি তবে বড় তারকাদের ‘ছায়ায়’ রাখা হচ্ছে? যদি তাই হয়, তবে বাংলাদেশের বিপক্ষে আবারো দেখা যেতে পারে একটি পরীক্ষামূলক ও তারকাবিহীন পাকিস্তান দল। যেখানে ভবিষ্যতের ক্রিকেটারদের প্রস্তুত করতে চায় দলটির ম্যানেজমেন্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স