ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে -আলী রীয়াজ জুলাই সনদের খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে নাÑ বাংলাদেশ ন্যাপ
পারমাণবিক অবকাঠামো ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা

ইসরায়েলের হামলায় ছিন্নভিন্ন ইরান ৬ পরমাণু বিজ্ঞানীসহ নিহত ৭৮

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১২:৪৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১২:৪৮:৩১ পূর্বাহ্ন
ইসরায়েলের হামলায় ছিন্নভিন্ন ইরান ৬ পরমাণু বিজ্ঞানীসহ নিহত ৭৮
বলে কয়ে হামলা করে ইরানকে ছিন্নভিন্ন করে দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে দেশটি। রাতভর চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামিস এবং ৬ জন শীর্ষ পরমানু বিজ্ঞানীসহ ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নূর নিউজ। গতকাল শুক্রবার তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে বলা হয়, তেহরান ও আশপাশের এলাকায় রাতে চালানো ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার মাঝরাত থেকে এই হামল শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গতকাল শুক্রবার ভোরে এক ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন নেতানিয়াহু। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, ভোররাতে চালানো এই অভিযানে তারা ইরানের ‘ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনাকে’ লক্ষ্যবস্তু করেছে। তার দাবি, ইরানের কাছে এমন পরিমাণ ইউরেনিয়াম মজুত আছে, যা দিয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই তারা ১৫টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। ইসরায়েলি দৈনিক ===টাইমস অব ইসরায়েলকে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ‘নেশন অব লায়ন্স’ নামের এক বিমান অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরান থেকে আসা ‘তাৎক্ষণিক হুমকি’ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, তেহরান শহর ও আশপাশে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রেখেছিলো এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়। ইরানি রাষ্ট্রমাধ্যম প্রেস টিভি জানায়, হামলায় ‘অনেক হতাহত’ হয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলাকে ‘প্রতিরোধমূলক আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘ইরান থেকে শিগগিরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে।’ ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে এবং ভোর ৩টা থেকে ‘জরুরি কার্যক্রম ছাড়া সবকিছু’ বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম এবং অধিকাংশ কর্মস্থল বন্ধ থাকবে। দেশটির বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনও স্বার্থ বা সেনার ওপর হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ। অবশ্য হামলার আগে গত বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ হুঁশিয়ারি দিয়ে বলেন, পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে এবং যুদ্ধ শুরু হলে, আমাদের লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি। প্রয়োজনে আমরা এগুলোতে সরাসরি আঘাত করব।
এদিকে একজন নিরাপত্তা কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির জন্য ইসরায়েল বছরের পর বছর ধরে কাজ করেছে। যার মধ্যে রয়েছে ইরানের অভ্যন্তরে একটি ড্রোন ঘাঁটি তৈরি করা এবং দেশটিতে নির্ভুল অস্ত্র ব্যবস্থা এবং কমান্ডো পাচার করা। এই প্রচেষ্টাটি আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে সুপরিকল্পিত পরিকল্পনার ফসল। ইসরায়েলি কর্মকর্তার মতে, মোসাদ এজেন্টরা তেহরানের কাছে ইরানের মাটিতে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিল। ড্রোনগুলি রাতারাতি সক্রিয় করা হয়েছিল, ইসরায়েলকে লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিতে আঘাত করেছিল। এছাড়াও, অস্ত্র ব্যবস্থা বহনকারী যানবাহন ইরানে পাচার করা হয়েছিল। এই সিস্টেমগুলি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং ইসরায়েলি বিমানগুলিকে বিমানের আধিপত্য এবং ইরানের উপর অভিযানের স্বাধীনতা দেয়। তৃতীয় গোপন প্রচেষ্টা ছিল মধ্য ইরানে বিমান-বিধ্বংসী স্থানগুলির কাছে নির্ভুল ক্ষেপণাস্ত্র মোতায়েন করা মোসাদ কমান্ডোরা। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই অভিযানগুলি স্থানীয় গোয়েন্দাদের চোখ এড়িয়ে ইরানের কেন্দ্রস্থলে পরিচালিত উন্নত প্রযুক্তি, বিশেষ বাহিনী এবং এজেন্টদের যুগান্তকারী চিন্তাভাবনা, সাহসী পরিকল্পনা এবং অস্ত্রোপচার অভিযানের উপর নির্ভর করেছিল।
এদিকে ইসরায়েলি বিমানবাহিনীর প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরান হামলায় অংশ নেয় বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং আল জাজিরা। এতে বলা হয়, যুদ্ধবিমানগুলো ১০০টিরও বেশি স্থানে ৩৩০টির বেশি গোলা ফেলেছে। আইডিএফ পরে ফুটেজও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, গতকাল শুক্রবার সকালে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানে হামলার জন্য রওনা হচ্ছে এবং হামলার পর অবতরণ করছে। এদিকে, গত কয়েক ঘণ্টায় ইসরাইলে হামলার জন্য ইরান ১০০টিরও বেশি ড্রোন পাঠিয়েছে বলে জানায় তেল আবিব। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য জানিয়েছেন। ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করার জন্য ইসরায়েলি বাহিনী ‘কাজ করছে’ বলেও জানান তিনি। ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে, ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে অগ্রসর হতে দেখা যায়।
এদিকে তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যায়, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইনস ইরাকের আকাশপথও এড়িয়ে চলতে শুরু করে। কারণ ইরানের প্রতি অনুগত এমন ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি হামলা হয়, তাহলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির একজন উপদেষ্টা বলেন, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকার টানা আলোচনা চালাচ্ছে, যাতে ইরানের ওপর হামলা হলে ঐ গোষ্ঠীগুলো কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখায়। কারণ, ইরাক কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না। ইরাকের প্রধানমন্ত্রীর আরেকজন ফরেন পলিসি বিষয়ক উপদেষ্টা এর আগে সতর্ক করে বলেছিলেন-ইরানে যদি এবার কিছু ঘটে, তাহলে তা এমন কিছু হবে যা আমরা আগে দেখিনি। তিনি ঠিকই বলেছিলেন। এর আগে ইরান ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলা দেখা গেলেও ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান ইরান-ইরাক যুদ্ধের পর এবারই প্রথম। ইরানে ইসরায়েলি হামলার এই সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ মাত্র দুইদিন বাদেই আগামীকাল রোববার ওমানের মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিলো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স